E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টির উপেক্ষা করে বড়লেখায় ঈদের নামাজে মুসল্লিরা

২০১৫ জুলাই ১৮ ১৫:২৭:২৬
বৃষ্টির উপেক্ষা করে বড়লেখায় ঈদের নামাজে মুসল্লিরা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :বৈরী আবহাওয়া থামাতে পারেনি মুসল্লিদের। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল ফিতরের নামাজ আদায়ে যেনো কোনো কিছুই বাধা হয়ে দাড়াতে পারেনি। স্রষ্টার সন্তুষ্টি, নিজের ও জগতের কল্যান কামনায় তাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামজের উদ্দেশ্যে বের হন মুসল্লিরা।

মৌলভীবাজারের বড়লেখায় সকাল থেকেই আকাশ গুমোট করে বৃষ্টি পরতে থাকে। কখনো ভারী কখনো বা হাল্কা বৃষ্টিপাত। তবে সব বাধা ডিংগিয়ে সুষ্ঠুভাবেই বড়লেখায় ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ছাতা হাতে ছেলে-বুড়ো সবাই হাজিরর হন এক কাতারে নামাজ আদায় করতে।

সকাল সাড়ে ৮টায় পৌর শহরের পাখিয়ালা ঈদগাহ ময়দানে জামাতে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন সর্বস্তরের জনতা।

সবার সাথে ঈদের নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়া উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় শেষে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা, দলীয়নেতাকর্মী ও সর্বস্থরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

(এলএস/এসসি/জুলাই১৮,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test