E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে সিএনজি-লেগুনা সংঘর্ষ, আহত ১০

২০১৫ জুলাই ২০ ২০:০১:০০
লক্ষ্মীপুরে সিএনজি-লেগুনা সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআইসহ ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সুতার ঘোপটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন, রামগতি থানার পুলিশের এসআই এরশাদ উল্যাহ, যাত্রী মফিজ উল্যাহ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মর্জিনা, ইয়ানুর বেগম, শিশু আজগর হোসেন ও লামিয়াসহ ১০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লেগুনা সুতার ঘোপটা পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সা ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনা উল্টে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে উভয় গাড়ির ১০ যাত্রী আহত হন।

বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাড়িগুলো নিয়ে আনা হচ্ছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/পিএস/জুলাই ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test