E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটায় পর্যটকদের উপর হামলা, আহত ৩

২০১৫ জুলাই ২০ ২০:৫০:৩২
কুয়াকাটায় পর্যটকদের উপর হামলা, আহত ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ঈদের ছুটিতে খুলনা থেকে কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকদের উপর হামলা করেছে একদল ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীদের হামলায় পর্যটক রাসেল বিশ্বাস (২২), নাজমুল হক (২৫) ও আরিফুর এহসান (২২) আহত হয়েছেন।

এ সময় ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। রবিবার ভোর রাতে কুয়াকাটাগামী হাজীপুর ফেরিঘাটে এ ঘটনা ঘটেছে।

আহত পর্যটকদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত পর্যটকদের বাড়ি খুলনার শিরোমনি এলাকায়।

কুয়াকাটা নেী-পুলিশ এ ঘটনায় কুয়াকাটার আবাসিক হোটেল রাজু থেকে সোমবার দুপুরে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দু'টি মোটরসাইকেলসহ ৯ ছিনতাইকারীকে আটক করেছে।

আটককৃতরা হলো- মিলন ফকির (২২), রবিন কর্মকার (২৫), সোহেল (২০), সাব্বির (২২), উজ্জল (২৫), জীবন (২২), ইমন (১৮), ইমরান হোসেন (১৮) ও শফিক (২৩)। তাদেরকে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

ছিনতাইকারীদের হামলায় আহত পর্যটকরা জানান, তাদের গাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে ব্যারিকেড দিয়ে ছিনতাই ও মারধর করা হয়। তারা একটি মোটরসাইকেল চিনতে পেরে পুলিশকে অবহিত করেন। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানান।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় মন্ডল জানান, খুলনা থেকে আসা ওই পর্যটকদের কলাপাড়া-হাজিপুর সড়কে জিম্মি করে ছিনতাইকারীরা মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া যুবকদের সকলের বাড়ি বরিশালের সাগরদি এলাকায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(এমকেআর/পিএস/জুলাই ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test