E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী সোনামনি গুলিবিদ্ধ

২০১৫ আগস্ট ০৮ ১৩:২০:৩৮
ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী সোনামনি গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :শুক্রবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদী থানা পুলিশের সাথে সংঘঠিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী মাহামুদুল হাসান ওরফে সোনামণি (৩১) গুলিবিদ্ধ হয়েছে। এসময় পুলিশের এএসআই সহ ৩ পুলিশও আহত হয়েছে।

সোনামণি ঈশ্বরদী পিয়ারাখালি এলাকার মরহুম আব্দুস সামাদ গার্ডের পুত্র এবং ঈশ্বরদী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ছোট ভাই বলে জানা গেছে।

থানার ওসি বিমান কুমার দাস জানান,চাঞ্চল্যকর হাসপাতালের নাইট গার্ড আলম হত্যা গুম, চাঁদাবাজী ও নাশকতাসহ ১৮টি মামলার আসামী এবং এলাকার দূর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সোনামণিকে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটার দিকে জেলার আমিনপুর থানা এলাকা হতে আটক করা হয়। আটকের পর তাকে থানায় এনে জিঞ্জাসাবাদ করলে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে এবং সেটা বের করে দিবে বলে জানায়। অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে রাত আড়াইটার দিকে পাকশী হঠাৎপাড়ার নদীর চর এলাকায় অভিযান চলাকালে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও এসময় আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এসময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলি সোনামনির ডান পায়ে বিদ্ধ হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পদ্মার চর দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশের এএসআই জুয়েল ও কনেষ্টবল মকবুল ও আক্কাস আহত হয়। সন্ত্রসীদের ফেলে যাওয়া একটি বিদেশী বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ সোনামণিকে প্রথমে পাবনা সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ সদস্যদেও ঈশ্বরদী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দয়া হয় বলে ওসি জানিয়েছেন। ওসি আরও জানান, পুলিশের উপর আক্রমন ও অস্ত্র আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ফজলুর রহমান ও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েশ সুমন জানান, সোনামণির দলের বা অংগ সংগঠনের পোর্ট ফোলিও কোন পদ নেই। সে যুবদলের একজন কর্মী।


(এসকে/এসসি/আগষ্ট০৮,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test