E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

২০১৫ আগস্ট ১৫ ১৪:৩২:৫৯
তাড়াশে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  শনিবার তাড়াশ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছেন। সকালে আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হক।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম জ্যোতি মাস্টার, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, ছাত্রলীগের সভাপতি আনিস প্রধান প্রধান প্রমুখ।

অপর দিকে তাড়াশ বিশ^বিদ্যালয় কলেজের পক্ষ থেকে ১৫আগষ্ট উপলক্ষে আলোচনা সভা অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। সরকারী ভাবে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালি, চিত্রাংস্কন প্রতিযোগিতা, যুব ঋণ বিতরণ ও আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন। বক্তব্য রাখেন উপজেলা উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুৎ, কৃষি অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম প্রমুখ।

তাছাড়া হাসপাতাল, এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে যুব ঋণ হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবকদের ৮জনকে ৪লাখ ৬৫হাজার টাকার চেক এবং চিত্রাংকন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মিলন।

(এমএমএইচ/এসসি/আগষ্ট ১৫,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test