E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'পদ্মায় প্রচন্ড স্রোতের কারণে খননকাজ চালিয়ে যাওয়া যাচ্ছে না'

২০১৫ আগস্ট ২১ ১৭:৪৩:৫০
'পদ্মায় প্রচন্ড স্রোতের কারণে খননকাজ চালিয়ে যাওয়া যাচ্ছে না'

মাদারীপুর প্রতিনিধি :পদ্মা নদীতে প্রচন্ড স্রোতের কারণে খননকাজ চালিয়ে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের চ্যানেলমুখে নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল সচল রাখতে নৌ-চ্যানেলগুলো খননকাজ অব্যাহত থাকলেও বর্তমানে প্রচন্ড স্রোতের কারণে সমস্যা হচ্ছে। শুক্রবার সকালে শিবচরের কাওড়াকান্দি ঘাটে সংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

পরে দুপুরে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান মাওয়ার শিমুলিয়া ঘাটে নৌরুটের অচলাবস্থা নিরসন কল্পে এক সভা করেন।

সভায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী বলেন, পদ্মায় স্রোতের তীব্রতা থাকায় খনন যন্ত্রগুলো এক জায়গায় রাখা যাচ্ছে না। এমনকি আইটি জাহাজ দিয়েও আমরা চেষ্টা করে দেখেছি। তাও সম্ভব হচ্ছে না। ফলে খননকাজ তীব্রভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া স্রোতের কারণে খুব দ্রুত খনন স্থানে পুনরায় পলি এসে জমা হয়ে যাচ্ছে। তবে এরমধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্ত্রী বলেন, কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচলের জন্য বিকল্প রুট তৈরি করার জন্য সার্ভে করার কথা উল্লেখ করেন তিনি। এতে করে পদ্মা পার হতে সময় বেশি লাগলেও ফেরি চলাচল সচল রাখার জন্য প্রয়োজনে এ ব্যবস্থা করা হবে।

(এএসএ/এসসি/আগষ্ট২১,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test