E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহরনের ২১ দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী স্বর্না

২০১৫ আগস্ট ৩০ ১৬:৪৪:০৬
অপহরনের ২১ দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী স্বর্না

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে দিবালোকে জোড়পূর্বক অপহরনের ২১ দিনেও উদ্ধার হয়নি কলাপাড়ার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের একদশ শ্রেণির ছাত্রী স্বর্না রানী (১৭)।

থানায় মামলা হলেও গ্রেফতার হয়নি অপহরনকারী দ্বীন ইসলাম। এ কারণে মেয়ের চিন্তায় এখন পথে পথে ঘুরছেন অপহৃত স্বর্নার পরিবার।

পটুয়াখালীর কলাপাড়ার মহীপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে গত ৯ আগষ্ট সকালে কলেজে যাওয়ার পথে জোড়পূর্বক মোটসাইকেলে তুলে নিয়ে অপহরন করে নিয়ে যায় একই গ্রামের হানিফ মুসুল্লীর ছেলে দ্বীন ইসলাম ও তার সহযোগীর। এ ঘটনায় পরের দিন কলাপাড়া থানায় অপহরনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও ঘটনার ২১ দিনেও পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি।

স্বর্নার বাবা পরিতোষ শীল জানান, কলেজে যাওয়ার পথে প্রতিদিনই স্বর্নাকে উত্তক্ত্য করতো দ্বীন ও তার সাঙ্গপাঙ্গরা। একাধিকবার তাঁকে প্রেম নিবেদন করেছে। কিন্তু স্বর্না তাতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে উল্টো এখন গোটা পরিবারকে হুমকি দিচ্ছে দ্বীনের পরিবার ও সহযোগীরা। এ কারণে এখন তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, স্বর্নাকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এমকেআর/এলপিবি/আগস্ট ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test