E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শামীম ওসমান-নূর হোসেন ফোনালাপের অডিও প্রকাশ

২০১৪ মে ২৩ ১৭:২৯:৪৭
শামীম ওসমান-নূর হোসেন ফোনালাপের অডিও প্রকাশ

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান। নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের কথোপকথনের একটি অডিও প্রকাশিত হয়েছে।

জানা গেছে, অপহরণের দুই দিন পর ২৯শে এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে শামীম ওসমানকে ফোন করেন নূর হোসেন। দুই মিনিটের মতো কথা হয় তাঁদের মধ্যে।

শামীম ওসমানকে ফোন করার সময় ধানমন্ডি ৪ নম্বর সড়কের আশপাশে ছিল নূর হোসেনের অবস্থান। শামীম ওসমানকে ফোন করেন নূর হোসেন।

তিনি ফোন ধরে বলেন, ‘খবরটা পৌঁছাই দিছিলাম, পাইছিলা?’

জবাবে নূর হোসেন বলেন, ‘পাইছি, ভাই।’

শামীম ওসমান বলেন, ‘তুমি অত চিন্তা করো না।’

নূর হোসেন এ সময় কান্নাজড়িত কণ্ঠে শামীম ওসমানকে বলেন, ‘ভাই, আমি লেখাপড়া করিনি। আমার অনেক ভুল আছে। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালোবাসি, ভাই। আপনি আমারে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন।’

জবাবে শামীম ওসমান বলেন, ‘এখন আর কোনো সমস্যা হবে না।’ শামীম ওসমান ‘গৌর দা’ বলে এক লোকের সঙ্গে নূর হোসেনকে দেখা করতে বলেন।

নূর হোসেনের কাছে শামীম ওসমান জানতে চান, কোনো সিল আছে কি না।

সিল থাকার কথা জানিয়ে নূর হোসেন বলেন, ‘আছে আছে, সিল আছে, কিন্তু যামু ক্যামনে? যেভাবে বলল অ্যালার্ট।

শামীম ওসমান বলেন, ‘তুমি আগাইতে থাক।’

নূর হোসেন তখন বলেন, ‘ভাই, তাহলে একটু খবর নেন। আমি আবার ফোন দেই।’

কথাবার্তার একপর্যায়ে শামীম ওসমান নূর হোসেনকে বলেন, ‘তুমি কোনো অপরাধ করো নাই। আমি জানি, ঘটনা অন্য কেউ ঘটাইয়া এক ঢিলে দুই পাখি মারতেছে।’

এ সময় শামীম ওসমান নূর হোসেনের কাছে জানতে চান, এই নম্বরটি নতুন কি না। নূর হোসেন ‘হ্যাঁ সূচক’ জবাব দেন।

শামীম ওসমান বলেন, তিনি নূর হোসেনকে তাঁর আরেকটি নম্বর পাঠাবেন যোগাযোগের জন্য।

(ওএস/এটিআর/মে ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test