E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাংবিধানিক বাধার কারণে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন সহসা সম্ভব হচ্ছেনা: প্রধান বিচারপতি

২০১৫ সেপ্টেম্বর ০২ ১৭:০২:২১
সাংবিধানিক বাধার কারণে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন সহসা সম্ভব হচ্ছেনা: প্রধান বিচারপতি

চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি ‘সিরিয়াসলি’ দেখছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘চট্টগ্রামের আইনজীবীদের দীর্ঘ দিনের দাবি হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন এটা সময়ের দাবি সেটি অস্বীকার করার উপায় নেই। আপনাদের দাবিটি বরিশাল, সিলেট রাজশাহীসহ বিভিন্ন স্থান থেকে দাবি করা হচ্ছে। এটা সরকারের উচ্চ পর্যায় থেকেও আমাকে বলা হচ্ছে। তারাতো জনগণের প্রতিনিধিত্ব করে, আমরা তো আর জনগণের প্রতিনিধত্ব করিনা।’

তিনি আরো বলেন, ‘এটা একটি সাংবিধানিক বাধার কারণে সম্ভব হচ্ছেনা। কিছু বাধ্যবাধকতার কারণে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি সহসা সম্ভব হচ্ছেনা। আজকে এখানে এসে আপনাদের এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারছিনা। এ বিষয়ে হ্যাঁও বলতে পারছিনা আবার নাও বলা যাচ্ছেনা। শুধু শুধু ঘোষণা দিয়ে হাত তালি পাওয়ার লোক আমি নয়। সাবির্ক দিক বিবেচনা করে বিষয়টি আমি সিরিয়াসলি দেখছি। এবিষয়ে সরকারের নির্বাহী বিভাগ থেকে অর্থ্যাৎ সরকার প্রধানও আমাকে বেশ কয়েকবার বিবেচনার জন্য বলেছেন।’

মতবিনিময় সভার সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, ‘আজকের সভায় প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন সেবিষয়ে আমরা স্পষ্ট কোনো ধারণা পায়নি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরও চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন না হওয়াটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রধান বিচারপতির কাছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য ও ভৌগলিক গুরুত্ব বিবেচনা করে অতি দ্রুত সার্কিট বেঞ্চ স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বারের রেজিস্ট্রার, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম নুরুল হুদা, মহানগর দায়রা জজ মো. শাহেনূর, চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান কবীর, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুন্সী মশিউর রহমান, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মহিদুল হক এনাম চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট এনামুল হক প্রমুখ।


(এসডি/এসসি/সেপ্টেম্বর০২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test