E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাথমিক শিক্ষক সমিতির অফিস ঘর দখল করলেন যুবদল সম্পাদক!

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১৬:০৫:৩৫
প্রাথমিক শিক্ষক সমিতির অফিস ঘর দখল করলেন যুবদল সম্পাদক!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অফিস ঘর দখল করে নিয়েছেন লোহাগড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক। আর এই দখল কাজে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ঘটনায় উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় যুবলীগ নেতাদ্বয়ের উপস্থিতিতে এ দখলের ঘটনা ঘটে।

জানা গেছে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের অর্থায়নে লোহাগড়া বাজারের ফয়েজ মোড়ে জমি কিনে ৫টি দোকান ও ১ টি অফিস ঘর নির্মাণ করে। পরে ছাতড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার গোলাম মোস্তফার ষড়যন্ত্রে বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপির কতিপয় লোকজন অফিস ও দোকানঘর দখল করে নেয়।

৫ বছর পর আ’লীগ ক্ষমতায় আসার পর শিক্ষকেরা তা পূণর্দখল করলেও অফিস সংলগ্ন একটি ঘর পৌর যুবদলের সাধারণ সম্পাদক হেলাল দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ১৬ আগষ্ট শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঘরটি তালাবদ্ধ করে এবং বিষয়টি সুরাহার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু ও উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম রেজার নিকট অভিযোগ দাখিল করেন। শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (০২/০৯/১৫) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম রেজা ১৬ সেপ্টেম্বর সালিশের দিন ধার্য করে উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য লিখিত নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনার পর সন্ধ্যায় ঘর দখলকারী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হেলাল উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক নজরুল শিকদারের উপস্থিতিতে তালা ভেঙ্গে শিক্ষকদের ঘরটি দখল করেন। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা হেলাল সমিতির ঘর দখল বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের ঘর উপজেলা যুবলীগ নেতাদের সহযোগিতায় যুবদল নেতা দখল করেছে। বিষয়টি মানতে পারছি না।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: চঞ্চল শেখ বলেন,এ বিষয়ে সাধারণ শিক্ষকদের সমাবেশ দ্রুত ডেকে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।

উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলমকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম রেজা বলেন, তালা ভেঙ্গে ঘর দখলের বিষয়টি আমি শুনেছি। আমি উভয় পক্ষকে ১৬ সেপ্টেম্বর শুনানীর জন্য নোটিশ করেছি। তবে মিমাংসার আগে তালা ভেঙ্গে ফেলা উচিত হয়নি।

(আরএম/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test