E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতে  জন্মাষ্টমী উদযাপিত

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৩:৩৪:২৬
রাবিতে  জন্মাষ্টমী উদযাপিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর নিখিলরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এতে মূল আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর শঙ্কর মজুমদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি প্রফেসর সোমলাল দাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. বিপুল কুমার বিশ্বাস, শের-ই-বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোস্তফা তারিকুল আহসান, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর মৃণাল কান্তি রায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর বিশ্বনাথ শিকদার, গণিত বিভাগের প্রফেসর কল্যাণ কুমার দে, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর কমল কৃষ্ণ বিশাস প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকগণ জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরাসহ বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

(কেআই/এলপিবি/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test