E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা সম্পর্কে অর্থমন্ত্রীর জ্ঞান নেই’

২০১৫ সেপ্টেম্বর ০৯ ১২:৫৮:৫১
‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা সম্পর্কে অর্থমন্ত্রীর জ্ঞান নেই’

রাবি প্রতিনিধি: অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারণের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর ‘কটূক্তি’র প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের মর্যাদা রক্ষার জন্য আন্দোলনে নেমেছে।

কিন্তু অষ্টম বেতন কাঠামোতে শিক্ষকদের অমর্যাদা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণেই অর্থমন্ত্রী এ ধরনের মন্তব্য করেছেন বলে মানববন্ধনে শিক্ষকরা বলেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অষ্টম পে-স্কেল নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছেন। তাঁদের কর্মবিরতির কোনো যুক্তি নেই। তাঁরা জানেনই না যে নতুন বেতন কাঠামোতে তাঁদের জন্য কী আছে, কী নেই।

অর্থমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন।

অর্থমন্ত্রী এর আগেও নানা ইস্যুতে অসংযত মন্তব্য করেছেন উল্লেখ করে বক্তারা আরো বলেন, এ ধরনের একজন মন্ত্রীর মন্ত্রিসভায় থাকা কতটুকু যুক্তিসংগত তা নিয়ে সরকারকে ভাবতে হবে।

বক্তারা দ্রুত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের চারদফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহা. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, সাবেক সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান-উল ইসলাম, অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

(কেএই/এলপিবি/সেপ্টেম্বর ৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test