E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা জেলা বিএনপিতে গৃহদাহ

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৮:২৫:৫৬
সাতক্ষীরা জেলা বিএনপিতে গৃহদাহ

সাতক্ষীরা প্রতিনিধি: বাসায় ডেকে এনে গোপনে প্রতিনিধি সম্মেলন করতে গিয়ে আবারও ধাক্কা খেলো সাতক্ষীরা জেলা বিএনপি।

এতে দলের নেতাকর্মীদের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত কমিটি গঠনও পিছিয়ে গেছে।

এদিকে গোপনে জেলা কমিটি গঠনের এই প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করে দলের ত্যাগী নেতাকর্মীরা পলাশ-আলিম নেতৃত্বাধীন দুই সদস্যের বর্তমান জেলা কমিটি বাতিল ঘোষণার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ চিশতি জানান ‘২০১৩ সালে হাবিব-ইফতেখার কমিটি ভেঙ্গে দিয়ে সে বছরের ২৭ নভেম্বর পলাশ-আলিম নেতৃত্বাধীন তিন সদস্যের জেলা কমিটি গঠন করে দেয় কেন্দ্র। কিন্তু এই কমিটি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে ব্যর্থ হয়। এতে দলের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন’।

তিনি জানান এ অবস্থায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা কমিটির অন্যান্য পদ পূরণের উদ্যোগ নেন তারা। সম্প্রতি কয়েকটি উপজেলায় যেয়ে এভাবে পকেট কমিটি গঠনকালে সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব অনুসারীদের এড়িয়ে চলায় তারা তোপের মুখে পড়েন। এ সময় কেন্দ্রের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান এভাবে কমিটি গঠন স্থগিত রাখার নির্দেশ দেন।

এদিকে গত ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরার সাতটি উপজেলা ও ৭৮টি ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ সহস্রাধিক নেতা কর্মী ঢাকায় বিএনপি চেয়ারপার্সনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পলাশ-আলিম কমিটিকে অযোগ্য ও অথর্ব আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান।

বিএনপি নেতারা জানান গত বুধবার ও বৃহস্পতিবার দলের ঢাকা প্রবাসী সভাপতি রহমাতুল্লাহ পলাশ তার সাতক্ষীরাস্থ বাসভবনে কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার প্রতিনিধিদের ডাকেন।

চিশতি জানান, এতে উপজেলা সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও প্রতিটি ইউনিয়ন পর্যায়ের আরও চারজনের যোগ দেওয়া কথা। কিন্তু আশাশুনির ১১টি ইউনিয়ন থেকে পাঁচজন এবং কালীগঞ্জের ১২টি ইউনিয়ন থেকে মাত্র চার জন যোগ দেওয়ায় প্রতিনিধি সম্মেলন ব্যর্থ হয়ে যায়। ফলে কমিটি গঠনও পিছিয়ে যায়।

দলের ত্যাগী নেতাকর্মীরা পলাশ-আলিম নেতৃত্বাধীন কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন জেলা কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

(আরকে/এলপিবি/সেপ্টেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test