E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের ছুটিতে বড়লেখার অনাবিল সৌন্দর্য উপভোগে পর্যটকের ঢল

২০১৫ সেপ্টেম্বর ২৭ ১৫:৫৩:১২
ঈদের ছুটিতে বড়লেখার অনাবিল সৌন্দর্য উপভোগে পর্যটকের ঢল

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: অনিন্দ্যসুন্দর নিসর্গের মায়াপুরী খ্যাত মৌলভীবাজার জেলার উত্তরের এক প্রান্তিক জনপদ বড়লেখা উপজেলা।

ঈদের ছুটিতে এ উপজেলার অনাবিল সৌন্দর্য উপভোগে পর্যটকদের ভীড়।

মানব মন সর্বদা মুক্তি পিয়াসী, চিরচঞ্চল। একটু অবকাশ পেলেই মানুষ ছুটে যায় দিগ দিগন্তে সৌন্দর্যের আকর্ষণে। জন্মগত ভাবেই মানুষ কৌতূহলী। তার সে কৌতূহল নতুন নতুন বিষয়ের প্রতি। প্রকৃতি ও মানুষের সৃষ্ট সৌন্দর্য্যরে নানা নিদর্শন সে মানবীয় সত্তা দিয়ে অনুভব ও উপলব্ধি করতে চায়।

তাইতো বৈরি আবহাওয়া, সারাদিন মেঘের আনাগোনা, গুরুগুরু ডাক, কখনও বর্ষণের অবিরাম ধারা, কখনওবা ক্ষীণ বৃষ্টি। কখনও আলো। আলো ও আঁধারের লুকোচুরি খেলা কিছুই ঠেকাতে পারছেনা পর্যটকদের স্রোত।

দেশের অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত মাধবকুন্ড, দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, আকাশস্পর্শী পাথারিয়া পাহাড় ও নয়নাভিরাম হাকালুকি হাওর পর্যটকের মন ও দৃষ্টি কাড়ছে।

প্রকৃতির অপরূপ কন্যা ‘মাধবকুন্ড জলপ্রপাত’। পাথারিয়া পাহাড়ের পাদদেশ ঘেঁষে পতিত অবিরাম জলধারায় যেন যৌবনা এক জলপ্রপাত ‘মাধবকুন্ড’। বর্ষার সমস্ত প্রাচুর্য নিয়ে, দেশ-বিদেশের হাজোরো পর্যটকের জন্য অপার সৌন্দর্যের ডালি নিয়ে সাজিয়ে রেখেছে নিজেকে। ঈদ উৎসবে মাধবকুন্ড জলপ্রপাত ঝর্ণাধারার সৌন্দর্য উপভোগ করতে ঢল নেমেছে পর্যটকের। পর্যটকের পদচারণায় মুখরিত জলপ্রপাত ও আশপাশের এলাকা।

ইজারাদার সুত্রে জানা গেছে, ঈদের দিন শুক্রবার, শনিবার ও রবিবার দুপুর পর্যন্ত প্রায় ১৫ হাজার পর্যটকের আগমন ঘটেছে এ জলপ্রপাতে।

এক সময় বাংলাদেশের পর্যটকদের কাছে প্রাকৃতিক জলপ্রপাত মানেই ছিলো মাধবকুন্ড। এখন দেশের ভেতরে আরো অনেক জলপ্রপাতের সন্ধান মিলেছে। তবে এখনো জলপ্রপাত অনুরাগী পর্যটকদের প্রধান আকর্ষণ মাধবকুন্ডই। প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় জমান এই ঝর্ণাধারার সৌন্দর্য উপভোগে। মাধবকুন্ড যাওয়ার উত্তম সময় হচ্ছে বর্ষাকাল, এই সময় ঝর্ণা পানিতে পূর্ণ থাকে। এবার ঈদ বর্ষাকালে হওয়ায় ঈদের ছুটিতে পর্যটকরা ভিড় করেছেন মাধবকুন্ড জলপ্রপাতে।

প্রায় ২০০ ফুট উচ্চতাবিশিষ্ট মাধবকুন্ড জলপ্রপাত, সুবিশাল পর্বত গিরি, শ্যামল সবুজ বনরাজি বেষ্টিত ইকোপার্ক, পাহাড়ী ঝরনার প্রবাহিত জলরাশির কল কল শব্দ সবমিলিয়ে মাধবকুন্ড বেড়াতে গিয়ে পাওয়া যায় এক স্বর্গীয় আমেজ। এই স্বর্গীয় আমেজের খুঁজেই ঈদের ছুটিতে দলে দলে পর্যটকরা ভিড় করেছেন মাধবকুন্ড জলপ্রপাতে। উৎসব প্রিয় সব মানুষের গন্তব্য যেন মাধবকুন্ড জলপ্রপাত।

সরেজমিনে মাধবকুন্ড জলপ্রাপাতে গিয়ে দেখা যায়, ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ ও বিদেশের অসংখ্য দর্শনার্থী ও পর্যটকের মিলনমেলায় মুখরিত।

পর্যটকদের চিত্ত বিনোদনের জন্য পর্যটন কর্পোরেশনের নির্মাণ করা হাঁতি, পেঙ্গুইন, মৎসকন্যা, বাঘ, ভালুক, বক, ঈগল পাখি, কুমির, বানর ইত্যাদির ভাষ্কর্য আগত শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীকে বাড়তি আনন্দ প্রদান করছে। ভাষ্কর্যগুলো কৃত্রিম হলেও প্রকৃতির নিপুন অনুকরণে এমনভাবে তৈরি করা হয়েছে যে পঞ্চইন্দ্রিয়ে সবকিছুই প্রাকৃতিক বলে মনে হবে।

এছাড়া এবারের ঈদ বর্ষাকালে হওয়ায় এশিয়ার অন্যতম বৃহৎ জলাভূমি হাকালুকি হাওরের নয়নাভিরাম দৃশ্য দেখতে দর্শনার্থীর আগমন ঘটেছে। হাওরের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য বন বিভাগের নির্মাণ করা ওয়াচ টাওয়ার, জল সিড়ি দৃষ্টি কেড়েছে সবার।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, মাধবকুন্ড জলপ্রপাতে আগত পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

(এলএস/এনএস/২৭ সেপ্টেম্বর, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test