E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে ৯০ জেলের সাজা

২০১৫ অক্টোবর ০২ ১৩:১৭:৪৯
শরীয়তপুরে ৯০ জেলের সাজা

শরীয়তপুর প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষার জন্য শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে দিন রাত চলছে প্রশাসনের সাড়াশী অভিযান।

সরকারি কঠোর ব্যবস্থার মধ্যেও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছে পদ্মা ও মেঘনা নদীতে। বিপুল পরিমানের জাল আটক ও জেল জরিমানার পরেও থামছেনা মা ইলিশ মাছ ধরা।

গত ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময়ে সারা দেশে ১৫ দিন মা ইলিশ ধরা, বিপনন, সরবরাহ ও মজুদ করা সরকার আইন করে নিষিদ্ধ করেছে।

শরীয়তপুর জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার পদ্মা ও মেঘনা নদীর ২৫ কি.মি এলাকা জুড়ে মা ইলিশের প্রজননের জন্য অভয়ারন্য ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও জাজিরা থেকে গোসাইরহাট উপজেলার জালালপুর পর্যন্ত প্রায় ৭০ কি.মি এলাকা জুড়ে পদ্মা ও মেঘনা নদীতে রয়েছে ইলিশের বিচরণ। চলতি প্রজনন মৌসুমে ১৫ দিন মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, কোষ্ট গার্ড, র‌্যাব ও পুলিশের অভিযানসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১৯টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার জলসীমায় পদ্মা ও মেঘনা নদীতে। এ সময় তারা প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ২ লক্ষ ৫৩ হাজার মিটার জাল উদ্ধার করে তা পুড়িয়ে দিয়েছেন। আইন অমান্য করে মা ইলিশ শিকার অপরাধে ৯০ জন জেলেকে ১ বছর করে কারাদন্ডে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই অপরাধে প্রায় ৪০ জন জেলের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করাসহ অন্তত ২০ মন মা ইলিশ জব্দ করা হয়েছে।

(কেএনআই/এলপিবি/অক্টোবর ২, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test