E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইল ভিক্টোরিয়া কলেজে মানববন্ধন ও মতবিনিময়

২০১৫ অক্টোবর ০৭ ১৬:০৪:৫৬
নড়াইল ভিক্টোরিয়া কলেজে মানববন্ধন ও মতবিনিময়

নড়াইল প্রতিনিধি: ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহালের দাবিতে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের শিক্ষকরা মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১১টায় কলেজের প্রাশাসনিক ভবনের সামনে বৈষম্য নিরসনে আলাদা বেতন স্কেল নয়, বর্তমান বেতন কাঠামোতে বৈষম্য নিরসন ও ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহাল এবং অধ্যাপক পদের বেতন বৈষম্য নিরসন ও আপগ্রেডের দাবিতে সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ ইউনিট এ মানববন্ধন করে। এসময় কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের এক মতবিনিময় করে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ ইউনিটের সভাপতি ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ ইউনিটের সহ-সভাপতি ও উপাধক্ষ্য সহযোগি অধ্যাপক বরুণ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক আ.ন.ম আরিফুল হক প্রমুখ।

বক্তারা বলেন, সরকার তাদের এ দাবি না মেনে নিলে আগামী ১৩ ও ১৪ অক্টোবর পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে এবং আগামীতে অব্যাহতভাবে এ বৈষম্য নিরসনের দাবিতে ২৬ ক্যাডার সমন্বয় প্রকৃসি আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাথী তালুকদার, দেশ টেলিভিশনের শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।

(টিএআর/এলপিবি/অক্টোবর ৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test