E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসিড নিক্ষেপের মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০১৫ অক্টোবর ১২ ১৭:১৮:২৮
এসিড নিক্ষেপের মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ষড়যন্ত্রমূলকভাবে একটি পরিবারকে এসিড নিক্ষেপের মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামের একরামুল হক ও শাহীন আলম গংয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে ৯ সেপ্টেম্বর একরামুল হকের স্ত্রী আম্বিয়া খাতুন এসিড আক্রান্ত হয়। পরে এই ঘটনার জের ধরে শাহীন আলম ও তার পরিবারের অন্য্যন্য সদস্যদের বিরুদ্ধে এসিড নিক্ষেপের একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি সম্পুন্ন মিথ্যা ও ভিত্তিহীন। লিখিত বক্তব্যে শাহিন আলম ও জাহাঙ্গির হোসেন এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ফেরদৌস হাসান।

(এসএস/এএস/অক্টোবর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test