E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে ৩ হাজার ২‘শ টি ইয়াবাসহ আটক ৩

২০১৫ অক্টোবর ১৫ ১৬:১৭:২৫
শাহজাদপুরে ৩ হাজার ২‘শ টি ইয়াবাসহ আটক ৩

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২‘শ টি ইয়াবাসহ টিপু সুলতান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।

টিপুর সহযোগী হিসেবে সহোদর নাজমুল হুদা (৫২) ও নাছিমুল হুদা (৫০) কেউ আটক করেছে পুলিশ।

শাহজাদপুর পৌরসদরের চড়ুয়াপাড়া নিজ বাড়ি থেকে বৃহষ্পতিবার সকালে ৩ সহোদরকে ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় শাহজাদপুর থানার এস আই হাবিব নিজে বাদী হয়ে শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চড়ুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়া নিমাইয়ের ছেলে কুখ্যাত মাদক সম্রাট টিপু সুলতান প্রকাশ্যে সদর্পে শাহজাদপুর, উল্লাপাড়া, এনায়েতপুর, বেলকুচি, চৌহালী, পাবনা, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারী বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার-ইন-চার্জ রেজাউল হক ও ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্তে এসআই হাবিব, এসআই মেহেদী হাসান, এসআই বানী ইসরাইল ও এএসপি (শিক্ষানবীশ) কল্লোল দত্তসহ একদল পুলিশ চড়ুয়াপাড়া টিপু সুলতানের বাড়ি ঘিরে ফেলে তার দুই সহোদর সহযোগীসহ তাকে আটক করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপুর স্বীকারোক্তির ভিত্তিতে টিপু সুলতানের মেজ ভাই নাছিমুল হুদার নির্মাণাধীন একটি ভবনের মেঝের মাটি খুঁড়ে প্লাস্টিকের কন্টেইনারে পলিথিনে মোড়ানো ৩ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী টিপুর উপরে গোপন নজরদারি চলছিলো। এরই ভিত্তিতে বৃহষ্পতিবার অভিযান চালিয়ে এই বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, আসন্ন দূর্গোৎসবকে সামনে রেখে টিপু মাদকের এই বিশাল চালানের মজুদ গড়ে তোলে। এ ঘটনায় শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহজাদপুর থানার ওসি জানান দীর্ঘদিন ধরে টিপু ও তার লোকজন ঢাকা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম যমুনা নদীর চর দিয়ে নৌকা শাহজাদপুরে ইয়াবা আনার পর শাহজাদপুরে ১৪/১৫টি পয়েন্টসহ পাবনা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় তার নিজস্ব লোক দিয়ে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিলো। ঢাকা ও শাহজাদপুরে ইয়াবা বিক্রি করতে টিপুকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(এআরপি/এলপিবি/অক্টোবর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test