E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

২০১৫ অক্টোবর ১৫ ১৮:০২:৫৫
নড়াইলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলে আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন কমিটির আয়োজনে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন স্বাবলম্বী’র সহযোগিতায় “কীটনাশকের বিষ এবং গ্রামীণ নারীর স্বাস্থ্য ঝুঁকি: কীটনাশকের বিকল্প নাও, গ্রামীণ নারীর জীবন বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় আলাদাতপুর স্বাবলম্বী কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে স্বাবলম্বী ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় উদ্যাপন কমিটির সভাপতি রাবেয়া ইউসুফের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা খানম, প্রাক্তন পৌর কমিশনার ইপি রানী বিশ্বাস, নড়াইল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনূর আক্তার, কমিটির সদস্য রনজিনা খানম, স্বাবলম্বী’র সহযোগি সমন্বয়কারী স্বপ্না রায় প্রমুখ।

আলোচনা শেষে গ্রামীণ নারী এবং গ্রামীণ জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পাঁচজন নারীকে সম্মাননা পত্র প্রদান করা হয়। এবার নড়াইল জেলা থেকে সম্মাননা প্রাপ্তরা হলেন কালিয়া উপজেলার চন্দরপুর গ্রামের রাজিয়া, নড়াইল সদরের রামেশ্বরপুর গ্রামের পিয়ারী, সীমাখালির লতিফা বেগম, ধোপাখোলার কৃপাময়ী বিশ্বাস এবং ডুমুরতলার নাজিরা সুলতানা।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত নারীরা অংশগ্রহণ করেন।

(টিএআর/এলপিবি/অক্টোবর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test