E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্তান লাভের আশায় বট-পাকুড়ের বিয়ে!

২০১৫ অক্টোবর ১৭ ১৬:৪৭:৫০
সন্তান লাভের আশায় বট-পাকুড়ের বিয়ে!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সন্তান লাভের আশায় স্বপ্নে আদিষ্ট হয়ে ‘বট-পাকুড়’ বৃক্ষের বেশ ধুম-ধাম করে সনাতন ধর্মের বিধান মতে বিয়ে দেয়া হয়েছে। বর-কনে বৃক্ষ হলেও প্রায় ৪শ’ আমন্ত্রিত অতিথি নিরামিষ ভোজে অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রামে অর্জুন চন্দ্র মন্ডলের (৪৫) বাড়িতে উৎসবমুখর পরিবেশে এই ‘বট-পাকুরের’ বিয়ের ঘটনাটি ঘটেছে।

শুক্রবার সরেজমিন গিয়ে জানা গেছে, অর্জুন মন্ডলের বড় মেয়ে বিউটি রাণী স্বপ্নের মাধ্যমে জানতে পারেন যে, তারা দুইবোন যদি গাছের বিয়ের আয়োজন করেন, তাহলে আবশ্যই তারা সন্তানের মা হতে পারবেন। স্বপ্নের এই কথা পিতা অর্জুন চন্দ্র মন্ডলকে জানালে, মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজ বাড়ির উঠানে গোবিন্দ মন্দিরের সামনে বট-পাকুড় গাছের বিয়ের আয়োজন করেন। অর্জুনের প্রথম মেয়ে বিউটি রাণীর (২৭) বিয়ে হয়, ১১ বছর আগে জেলার মহাদেবপুর উপজেলার ঝাড়িরা গ্রামের জনৈক সঞ্জয় চন্দ্র এবং দ্বিতীয় মেয়ে ঝর্ণা রাণীর (২৩) বিয়ে ৮ বছর আগে মান্দা উপজেলার রায়পুর গ্রামের চপল চন্দ্রের সঙ্গে। উভয় দম্পতি বিভিন্ন ডাক্তার এবং কবিরাজের অনেক চিকিৎসার পরেও এখন পর্যন্ত তারা মা হতে পারেননি।

মূলতঃ এ কারণেই উভয় জামাই-মেয়ের মঙ্গলার্থে এবং সন্তান লাভের আশায় এই বিয়ের আয়োজন করা হয় বলে অর্জুন জানান।

তিনি আরো জানান, বিয়ের অনুষ্ঠানে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও স্থানীয়সহ প্রায় ৪শ’ লোকজনকে এদিন দুপুরে নিরামিষ খাবারের নিমন্ত্রণ করা হয়।

উক্ত বিয়ের দায়িত্ব প্রাপ্ত পুরোহিত মহাদেবপুর উপজেলার পবাতৈর গ্রামের শ্রী উজ্জল চন্দ্র আচার্য্য বলেন, সনাতন ধর্মের বিধি মোতাবেক এ বিয়ের যাবতীয় কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর এ বিয়ে মূলত বছরে একবার এবং আজকের দিনে অনুষ্ঠিত হয়ে থাকে ।

ঘটনা স্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য হবিবর রহমান জানান, এই গ্রামে দ্বিতীয় বারের মত এরকম বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ে উপলক্ষে বাদ্যকরদের বাজনা সমন্বয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বতস্ফূর্ত অনুভূতি ছিল লক্ষ্যনীয় বলে স্থানীয়রা জানান।

(বিএম/এএস/অক্টোবর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test