E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুখালী সংরক্ষিত বনাঞ্চল দখল করে মাছের ঘের

২০১৫ অক্টোবর ৩১ ১৮:২৬:০৩
মধুখালী সংরক্ষিত বনাঞ্চল দখল করে মাছের ঘের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মধুখালীর সংরক্ষিত বনাঞ্চল দখল করে মাছের ঘের করায় জলাবদ্ধতার কারণে অসংখ্য ছইলা-কেওড়া গাছ মরে যাচ্ছে। পূর্বমধুখালী গ্রামের প্রভাবশালী মাহতাব হাওলাদার মাছের ঘের করায় সংরক্ষিত বনাঞ্চল এমন সর্বনাশের কবলে পড়েছে। তার দাবি তিনি বন্দোবস্ত নেয়া জমিতে মাছের ঘের করতে বাঁধ দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ কলাপাড়া ভূমি অফিসের সার্ভেয়ারের যোগসাজশে বনাঞ্চলকে চাষযোগ্য খাস কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত দেয়ায় মধুখালীর সংরক্ষিত বনটি নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই বন্দোবস্ত নেয়া কৃষি জমির ধরন পরিবর্তন করতে জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন রয়েছে। সেখানে বনাঞ্চল দখল করে মাছের ঘের করার পরও বনবিভাগের কর্তাব্যক্তিরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়নি। অভিযোগ রয়েছে , বনবিভাগের সংশ্লিষ্টরা এর সঙ্গে প্রত্যক্ষ জড়িত রয়েছে।

বনবিভাগের ওই এলাকার দায়িত্বরত বিট অফিসার মো. আমান জানান, আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে। উল্লেখ্য মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী লেকটির দুই পাড়ে দীর্ঘ এলাকাজুড়ে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। বর্তমানে এ বনাঞ্চল উজাড় করে বাড়িঘরসহ মাছের ঘের করা হচ্ছে।

(এমকেআর/এএস/অক্টোবর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test