E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেলিম ওসমানের আকস্মিক পরির্দশনের পর খেয়াঘাটে অভিযান

২০১৫ নভেম্বর ১০ ২২:৩০:২৩
সেলিম ওসমানের আকস্মিক পরির্দশনের পর খেয়াঘাটে অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল টার্মিনাল ঘাট থেকে বন্দর খেয়াঘাট হয়ে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের যাওয়ার ফুলের বাগান পর্যন্ত রাস্তা ও বিআইডব্লিউটিএ এর জমির উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল ১১টায় সংসদ সদস্য সেলিম ওসমান সরেজমিনে খেয়াঘাট এলাকা ঘুরে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বিকেল সাড়ে ৫টায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ এর জমি দখল করে নির্মান করা ছাত্রলীগের একটি ক্লাব সহ প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সকালে সংসদ সদস্য সেলিম ওসমান সরেজমিনে বন্দর খেয়াঘাট এলাকায় যান। এ সময় তিনি নিজে দাড়িয়ে থেকে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বসানো দোকানপাট সরিয়ে দেন। এ সময় তিনি পুরো খেয়াঘাট এলাকা ঘুরে দেখেন।

অবৈধভাবে স্থাপিত দোকানদারকে সাথে কথা বলেন এবং মঙ্গলবার বিকেলের মধ্যে সকল দোকানপাট সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। অবৈধ দখলদারদের পাশাপাশি বন্দর খেয়াঘাটের পাশে অবস্থিত বটতলায় পন্য উঠানামার ঘাট থেকে কোন প্রকার টোল আদায় করা যাবেনা বলেও নৌ-ফাঁড়ি ও থানা পুলিশ এবং বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় তিনি বটতলা ঘাটের টোল আদায়ের দায়িত্বে থাকা মোবারক হোসেনের কাছে ঘাটের ইজারাদারের নাম ও ইজারার সঠিক কাগজপত্র আছে কিনা জানতে চান।

সংসদ সদস্যকে মোবারক হোসেন জানান ঘাটটি সিটি করপোরেশনের প্রয়াত প্যানেল মেয়র নজরুল ইসলামে শ্বশুর শহীদুল ইসলামের নামে। তিনি শুধু টোল আদায়ের দায়িত্ব পালন করছেন। পরে সংসদ সদস্য সেলিম ওসমান তাকে ইজারার বৈধ কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।

পরে টার্মিনাল ঘাট থেকে বন্দর খেয়াঘাট পর্যন্ত বিআইডব্লিউটিএ জায়গায় যদি কোন লিজ বা ইজারা দেওয়া হয়ে থাকে তা বাতিল করার নির্দেশ দেন।

এরমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হোন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল মালিক সহ একজন নারী সহকারী পুলিশ সুপার ও নৌ ফাড়ি পুলিশের ইনচার্জ। সেলিম ওসমান তাদেরকে খেয়াঘাটে সাধারণ জনগনের চলাচলের রাস্তায় যদি কো অবৈধ দখলদার দোকান বসায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

পরে তিনি বন্দর খেয়াঘাটে গিয়ে ঘাটের আশেপাশে অবৈধ দোকানপাট মঙ্গলবার বিকেলের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় বিআইডব্লিউটিএ সীমানা ঘেষা রেলওয়ে জমির উপর দেয়াল নির্মানের কাজ চলছিল। দেয়াল নির্মানের কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে সেলিম ওসমান দেয়াল নির্মাণের কারণ জানতে চাইলে শ্রমিকেরা জানান জমিটি ব্যক্তি মালিকানার তাই মালিক সীমানা দেয়াল দিচ্ছেন। তখন সেলিম ওসমান নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে ব্যক্তি মালিকানার বৈধ কাগজপত্র জমা দিতে বলেন।

সংসদ সদস্য সেলিম ওসমান জানান, প্রতিদিন প্রায় এক লাখ মানুষ বন্দর খেয়াঘাট দিয়ে নদী পারাপার হয়। বন্দরের মানুষদের চলাচলে যেন কোন প্রকার সমস্যার সৃষ্টি না হয় এজন্য সেন্ট্রাল টার্মিনাল থেকে বন্দর খেয়াঘাট হয়ে নাসিম ওসমানের করে যাওয়া ফুলের বাগানের সীমানা পর্যন্ত কোন অবৈধ স্থাপনা থাকবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর টার্মিনাল ঘাট থেকে বন্দর খেয়াঘাট পর্যন্ত একটি টিনসেড নির্মান করে দেওয়া হবে যাতে করে যাত্রীরা সেখানে বসতে পারে। বৃষ্টি এলে যাতে তাদের কোন দুর্ভোগ পোহাতে না হয়।

তিনি আরও বলেন, যেখানে বিআইডব্লিউটিএ এর কাজ সাধারণ মানুষকে নৌপথে উন্নত যাতায়াত সেবা প্রদানের ব্যবস্থা করা। সেখানে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির ঘর দখল করে বাণিজ্যিক ভাবে একটি রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে। যা অন্তত দৃষ্টিকটু।

এদিকে সেলিম ওসমানের আকস্মিক পরিদর্শনের পর বিকেল ৫টা থেকে ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধ দোকানপাট সহ বিআইডব্লিউটিএ জমি দখল করে নির্মান করা ছাত্রলীগের একটি ক্লাবও উচ্ছেদ করা হয়েছে।

(বিএস/অ/নভেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test