E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

২০১৫ নভেম্বর ১২ ১৮:৫৫:৫১
সিরাজগঞ্জে অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেছেন আদালত।

এছাড়া একই মামলায় ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই আসামীকে আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়ার মৃত গোলাম বারীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়ার আব্দুর বারিকের শিশু কন্যা ও ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বিউটি খাতুনকে স্কুলে যাওয়া আসার পথ থেকে অপহরণ করে আব্দুল খালেক। অপহরণের পর তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ২দিন পর ৫ সেপ্টেম্বর স্থানীয়রা টের পেয়ে আব্দুল খালেকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর শিশুটির বাবা আব্দুল বারিক বাদী হয়ে খালেক ও তার স্ত্রী হাজেরা খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ হাজেরা খাতুনকে বাদ দিয়ে খালেকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানীর পর বৃহস্পতিবার দুপুরে আদালত এ মামলার রায় প্রদান করলেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত খালেক পলাতক রয়েছে।

(এসএস/এএস/নভেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test