E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে প্রথম মুক্তাঞ্চল দিবস পালন

২০১৫ নভেম্বর ২১ ১৯:৫২:২০
জকিগঞ্জে প্রথম মুক্তাঞ্চল দিবস পালন

জকিগঞ্জ প্রতিনিধি :দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ হিসেবে গতকাল শনিবার ব্যাপক আয়োজনে প্রথম মুক্তাঞ্চল দিবস উদযাপন করেছে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, দূনীতি প্রতিরোধ কমিটি, লাল সবুজ ছাত্র ফোরাম, প্রবাসী কল্যাণ পরিষদ। সকাল ১১ টায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলানায়তনে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোত্তালেব, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, আব্দুল আহাদ, সাংবাদিক আল মামুন, পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক জাকির হোসেন মুকুল, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ প্রমুখ।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মনি, সাংবাদিক এনামূল হক মুন্না, আল হাছিব তাপাদার, লাল সবুজ ছাত্র ফোরামের সম্মন্বয়ক ওমর ফারুক, মাহবুব আহমদ মাহিন, আবু সুফিয়ান, মুমিনুল ইসলাম সায়েম, সাহেদ আহমদ মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে বিকেল ৫ টায় অস্থায়ী কার্যালয়ে লাল সবুজ ছাত্র ফোরামের সম্মন্বয়ক আব্দুর রহমান জীবনের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আল হাছিব তাপাদার, শিক্ষার্থী মাহবুব আলম মাহিন, আবু সুফিয়ান, মুমিনুল ইসলাম ছায়েম, মুন্না আহমদ সাহেদ, মঞ্জুর আহমদ, খোরশেদ আলম, শাহাব উদ্দিন, সেকুল আহমদ, রিজন আহমদ। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল আহমদ, মিঠুন বিশ্বাস, রিন্টু বিশ্বাস, মাসুম আহমদ, জাহাঙ্গীর আহমদ, কামরুল ইসলাম, সুমন আহমদ, লিটন, লিমন প্রমুখ।

উভয় সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সম্মুখ সমর যুদ্ধে অসংখ্য আহত ও নিহতের রক্তে জকিগঞ্জে মুক্তিযোদ্ধাদের অর্জন করা ইতিহাস ২১ নভেম্বর জকিগঞ্জ হানাদার মুক্ত করা হলেও এ দিনকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে আজও স্বীকৃতি পাওয়া যায়নি। দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জকে সরকারী ভাবে স্বীকৃতি দিয়ে ২১ নভেম্বরের শহীদের প্রতি সম্মান জানাতে বক্তারা মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ দলীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

(এসকেপি/এসসি/নভেম্বর২১,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test