E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই ঘটনায় ৫জন গ্রেফতার

২০১৫ নভেম্বর ২২ ১২:৪০:২৭
রাণীনগরে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই ঘটনায় ৫জন গ্রেফতার



নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় চাকুরিচ্যুত এক সেনা সদস্যসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকাত্মেআসামীদের হামলায় পুলিশের দু’সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে এক রাউন্ড শর্টগানের গুলি করে আসামীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে। পুলিশ তাদের বাড়ি তল্লাশী করে ছিনতাই হওয়া চালকের মোবাইল ফোন ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খাঁন জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে ও আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএমের প্রত্যক্ষ দিক নির্দেশনা ও তত্তাবধানে রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার বেলঘড়িয়া বাজার থেকে ওই এলাকার রঞ্জনিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে ফিরোজ (২৫) কে গ্রেফতার করেন । গ্রেফতারকালে ফিরোজের কাছ থেকে ছিনতাই হওয়া চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয় । একই গ্রামের আফসার সরদারের ছেলে একরাম সরদার (২৫) কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে এলাকার করজগ্রামের খোরশেদ আলীর ছেলে জিল্লুর রহমান (২২) কে এবং কাচারী বেল ঘড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রদিউল ইসলাম (১৮) কে গ্রেফতার করা হয়। এর পর আবাদপুকুর এলাকার মুন্সিপুর গ্রামের মহফিল আলীর ছেলে খলিলুর রেজা মামুন (৩৯) কে গ্রেফতার করেন। ওসি জানান, খলিলুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করলে পুলিশের এসআই শফিকুর রহমান ও কনষ্টেবল আবুল কালাম আজাদ আহত হন। এসময় পুলিশের পাল্টা শর্টগানের গুলি খলিলুর রহমানের হাটুতে লাগলে তাকে আহত অবস্থায় আটক করা হয়। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয় । গ্রেফতার কালে পুলিশ খলিলুর রহমানের বাড়ি থেকে একটি ধারালো সামুরাই, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করেন। ওসি জানান, গ্রেফতারকৃত আসামীরা হত্যা ও ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে ।
উল্লেখ্য, গত ৮নবেম্বর নওগাঁ শহরের শেরপুর বাঁধের মুখ এলাকার আক্কাছ আলীর ছেলে মাইক্রোচালক রহিদুল ইসলাম (৩০) কে ঢাকা বিমান বন্দরে যাত্রী নিয়ে যাবার কথা বলে কৌশলে রাণীনগর থানার দেউলিয়া গ্রামের ত্রিমোহনী ব্রিজের নিকট নিয়ে এসে হাত-পা, মুখ বেঁধে হত্যা করে খালের পানিতে ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় । পরদিন পুলিশ লাশ উদ্ধার করে এবং ১১নবেম্বর লক্ষ্মীপুর সদরের উত্তর মধুপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করে।

(বিএম/বি এইচ২২নভম্বের ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test