E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সবুজের বার্তা নিয়ে ভারতের ৪ পবর্তারোহী বাংলাদেশে

২০১৫ নভেম্বর ২৫ ১৫:১১:০২
সবুজের বার্তা নিয়ে ভারতের ৪ পবর্তারোহী বাংলাদেশে

মাগুরা প্রতিনিধি : " জীবনে অন্তত একটি গাছ লাগান ও সেটিকেই বড় করে তুলুন"  সবুজের এই বার্তা নিয়ে সাইকেলে চেপে বাংলাদেশ ভ্রমনে বের হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ৪ পবর্তারোহী। মঙ্গলবার সন্ধ্যায় ওই দলটি মাগুরায় পৌছান। বুধবার সকালে তারা ফরিদপুরের উদ্দেশ্যে মাগুরা ছাড়েন। ৪ সদস্যের এ দলটি কাগজের পত্রিকার বদলে অনলাইনে সকল পত্রিকা প্রকাশেরও আহবান জানান।

পথে বিভিন্ন স্থানে সাইকেল থামিয়ে দলটি এলাকার মানুষকে সারা জীবনে অন্তত একটি গাছ লাগিয়ে তা ২ থেকে ৩ বছর পরিচর্যা করে বড় করার আহ্বান জানান।

সাইকেল চালিয়ে কলকাতার বাসদোরনি থেকে রওনা হয়ে বাংলাদেশের বেনাপোল বর্ডার হয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত১১শ কিলোমিটারের এ যাত্রা তারা ২৪ দিনে শেষ করবেন বলে জানান। দলনেতা গৌতম ঘোষের নেতৃত্বে এ ভ্রমণে রয়েছেন পশ্চিমবঙ্গের পর্বতারোহী লিপিকা বিশ্বাস, সুশান্ত দাস ও উজ্জ্বল পাল।

দলের অন্যতম সদস্য বর্তমানে সাইকেলে চেপে বিশ্বভ্রমণে রত উজ্জ্বল পাল জানান- মূলত পবর্তে চড়তে গিয়ে তারা উপলব্ধি করেছেন বায়ু দূষণের কুপ্রভাব। কিভাবে জলবায়ুর উষ্ণতা বেড়ে পাহাড় ধ্বংস হচ্ছে। প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। আর এ প্রভাব রোধ করতে গেলে গাছ লাগানোর কোন বিকল্প নেই। মূলত পর্বতের অভিজ্ঞতাকে সমতলের মানুষের সাথে ভাগাভাগি করতেই এই ভ্রমণ।

তিনি বলেন- আমরা অনেকেই গাছ লাগাই। কিন্তু সে গাছকে খুব কম মানুষই পরিচর্যা করে বড় করে তুলি। ফলে অনেক ক্ষেত্রেই গাছ লাগানো ফলপ্রসু হয়ে উঠে না। এ অবস্থায় প্রত্যেক মানুষের উচিত নিজের জীবদ্দশায় অন্তত একটি গাছ লাগানো এবং সেটিকে নিবিড় পরিচর্যা করে বড় করে তেলা। আর এ লক্ষে সর্বত্র গাছ কাটা প্রতিরোধও প্রয়োজন।

দলের অন্যতম সদস্য পশ্চিমবঙ্গ রেলের কর্মকর্তা পর্বতারোহী লিপিকা বিশ্বাস জানান- অনলাইন সংস্কৃতির এই যুগে সকলের উচিত গাছ কেটে তৈরি করা কাগজ বর্জন করা।

তিনি কাগজের বদলে অনলাইন পত্রিকার উপর গুরুত্ব আরোপ করার জন্য ভারত-বাংলাদেশের সরকারের প্রতি আহবান জানান। তিনি গাছ কেটে তৈরি কাগজের পত্রিকার বদলে সকল পত্রিকা অনলাইনে প্রকাশের আহবান জানান।

গত ২১ নভেম্বর থেকে এ ভ্রমণ শুরু হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর ভ্রমণ শেষে দলটি দেশে ফিরবে। ৪ সদস্যের এ দলটির ভ্রমণে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গের বিবর্ত ও ডিকাস্লন নামে দুটি সংগঠন।

(ডিসি/এএস/নভেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test