E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহীতে আ. লীগ মনোনীত মেয়র প্রার্থীর মৃত্যু

২০১৫ ডিসেম্বর ০৩ ১৭:১৮:৪৩
রাজশাহীতে আ. লীগ মনোনীত মেয়র প্রার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বাবলু হোসেন (৫০)। অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাবলু হোসেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার বাড়ি বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার চকসিংগা গ্রামে। তিনি আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাঘা-চারঘাট আসনে কাজ শুরু করলে বাবলু হোসেন তাঁর হাত ধরেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। গত পৌরসভা নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান।

স্থানীয় লোকজন জানান, মদ্যপানের কারণে সংশোধনের জন্য বছরখানেক আগে তাঁকে পরিবারের পক্ষ থেকে পুলিশে দেওয়া হয়েছিল। কিছুদিন হাজতে থাকার পর তিনি বেরিয়ে আসেন। এরপরও মদ্যপান করবেন কি না সে সময় জানতে চাইলে তিনি বলেছিলেন, আর কখনো তিনি ওই কাজ করবেন না।

আজ সকালে অসুস্থ হয়ে পড়লে বাবলু হোসেনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে এবং পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী দিপালী খাতুন ও ছেলে বাপ্পি আহাম্মেদ হাসপাতালে উপস্থিত ছিলেন।

আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল জানান, কোনো ধরনের বিষক্রিয়ার কারণে বাবলু হোসেনের মৃত্যু হয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন। তবে স্ত্রী ও ছেলে তাঁর (চিকিৎসক) কাছে স্বীকার করেছেন, গতকাল রাতে তিনি ‘অতিরিক্ত’ মদ্য পান করেছেন। তাঁরা নিষেধ করলেও তিনি তা উপেক্ষা করেন। রাতেই কেন হাসপাতালে আনেননি—চিকিৎসকের এ প্রশ্নের জবাবে তাঁরা বলেছেন, তিনি নিজেই রাতে হাসপাতালে আসতে রাজি হননি।

আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘অপরিশোধিত’ মদ থেকেও বিষক্রিয়া হতে পারে। তাঁদের সন্দেহ বিষক্রিয়া। তবে পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ময়নাতদন্ত হবে কি না।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test