E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১২ দফা দাবি পেশ

২০১৫ ডিসেম্বর ১৩ ১৮:১২:১৩
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১২ দফা দাবি পেশ

রাবি প্রতিনিধি : আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনসহ ১২ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আদিবাসী ছাত্র পরিষদ এ সম্মেলনের আয়োজন করে।

এছাড়াও সম্মেলনে সকল আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থা চালু করা, দেশের সকল সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ও সরকারী চাকুরীতে ৫% সংরক্ষিত আসনের ব্যবস্থা করা, আদিবাসী ভাষাসমূহকে বিশ্ববিদ্যালয়গুলোর ভাষা বিভাগে অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ডীনস্ কমপ্লেক্সের সামনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। উদ্বোধনের পরে একটি র‌্যালি হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো সভাপতিত্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন ও জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

এসময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যেতে আদিবাসী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, শিক্ষাই আদিবাসীদের উন্নয়নের একমাত্র পন্থা। আদিবাসীদের আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।’

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল পাশা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি হেমন্ত মাহাতো, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্মেলনে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকা’ ও ‘আদিবাসী শিক্ষার্থীদের সমস্যা : উত্তোরণের উপায় ও করণীয়’ এই বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ দুটি প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিঠুন কুমার উর্ওা।

(এমএইচএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test