E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রচণ্ড শীতেও জকিগঞ্জে নির্বাচনী উত্তাপ, থেমে নেই প্রচারণা

২০১৫ ডিসেম্বর ১৮ ১৮:৩৬:৩০
প্রচণ্ড শীতেও জকিগঞ্জে নির্বাচনী উত্তাপ, থেমে নেই প্রচারণা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : প্রচণ্ড শীত, থেমে নেই প্রচারণা, ৩৫ হাজার মানুষের সাড়ে ৬ বর্গকিলোমিটারের জকিগঞ্জ পৌর শহরের ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া, মহল্লায় প্রার্থীদের গুণাগুণ বলেই ঘুরে বেড়াচ্ছে প্রার্থীদের প্রচারণার মাইক।

মাইকিংয়ে গীতে-শ্লোকে-স্লোগানে প্রার্থীদের গুণাগাণ গাইছেন তাদের কর্মী, সমর্থকরা। বলে যাচ্ছেন প্রার্থীদের প্রতিশ্রুতির কথাও। চেয়ে যাচ্ছেন দোয়া-সমর্থন ও ভোট। প্রচণ্ড শীতেও যেন থেমে থাকেনি জেলা শহরের দূরবর্তী এ শহরটির নির্বাচনের উৎসব।

প্রচারণায় মুখরিত সীমান্ত ঘেষা এ জনপদ। ওপারে ভারত এপারে জকিগঞ্জ মধ্যখানে বয়ে গেছে কুশিয়ারা নদী। ওপারের সীমান্তঘেষা ভারতীয় বাঙ্গালীরা শীতে নিমজ্জিত থাকলেও এপারের বাঙ্গালী জনপদ জকিগঞ্জে চলছে পৌর নির্বাচনী আমেজ। ব্যানারে, পোস্টারে ছেয়ে গেছে পৌর শহরসহ আশপাশ এলাকা।

প্রার্থীদের ব্যানারে ও পোস্টারে দেখা যায় অপেক্ষাকৃত যোগ্য প্রমাণের কিছু বিশেষণ। ভোটারদের আকৃষ্ট করার প্রতিশ্রুতিও। পাশাপাশি সড়কে টক্কর দিতে দেখা যায় প্রচারণা মাইকিং এর গাড়ী। বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ছয়জন প্রার্থী, কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ বীর নারী লড়ছেন।

এবারের পৌরসভা নির্বাচনে মোট ১০ হাজার ৪০৭ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশী রয়েছে। পুরুষ ভোটার ৫ হাজার ১৩৫ জন, নারী ভোটার ৫ হাজার ২৭১। রাজনৈতিক কর্মী সর্মথক ছাড়া সাধারণ ভোটারগণ এখনো নিরব রয়েছেন। যাচাই বাছাই করছেন প্রার্থীদের যোগ্যতা ও রাজনৈতিক কর্মদক্ষতা। অতীতে কোন প্রার্থী কি করেছেন তা নিয়েও চলছে চুলচেরা হিসাব নিকাশ। নিরব ভোটাররাই পৌর পিতা বাছাই করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রার্থীদের টার্গেটেও রয়েছেন নিরব ভোটারগণ। শীতের রাতে ঘুম চোখে নিয়েই প্রার্থীরা হানা দিচ্ছেন ভোটারদের দরজায় দরজায়। সালাম, আদাব ও নির্বাচনী শুভেচ্ছা জানিয়ে ভোট কামনা করছেন।

এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা আওয়ামলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ (জগ), বিএনপি মনোনিত প্রার্থী সাবেক পৌর বিএনপির সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মালেক ফারুক (লাঙল), স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান (মোবাইল ফোন), খেলাফত মজলিস মনোনিত প্রার্থী জাফরুল ইসলাম (দেওয়াল ঘড়ি)।

পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের ঘুরতে ঘুরতেই কথা হয় একজন ভোটারের সাথে তিনি বলেন, দলীয় ভোটাররা তাদের প্রার্থীকে ভোট দেবে কিন্তু আমরা সাধারণ ভোটার দলীয় প্রতিক দেখে নয় যোগ্য ব্যক্তিকেই আমরা পৌর পিতা হিসেবে বেছে নিবো।

(এসপি/এএস/ডিসেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test