E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় সাংবাদিকদের সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মতবিনিময়

২০১৫ ডিসেম্বর ২৬ ১৬:৪৫:২৪
বড়লেখায় সাংবাদিকদের সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মতবিনিময়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন বলেছেন, ছাত্রলীগের গৌরব উজ্জ¦ল ইতিহাস রয়েছে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সৃষ্টিতে ছাত্রলীগের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশর ইতিহাস লিখতে হলে ছাত্রলীগের অবদান কোনভাবেই খাটো করার সুযোগ নেই। তাই আগামীতে ছাত্রলীগের নেতৃত্বে আরো ক্লিন ইমেজের মেধাবীরা আসবে।

তিনি শুক্রবার ২৫ ডিসেম্বর বিকেলে বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় ডাক বাংলো হলরুমে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ছাত্রলীগ সমাজসেবামূলক কার্যক্রমে এগিয়ে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিজয় দিবস উপলক্ষে সারাদেশে খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশে ছাত্রলীগ অংশ নিয়েছে। ছাত্রলীগই প্রথম ঢাবির মধুর কেন্টিন ধুমপান মুক্ত করতে সক্ষম হয়েছে।
মতবিনিমিয় সভায় প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, রশীদ আহমদ খান, জালাল আহমদ, তপন কুমার দাস, এ.জে লাভলু প্রমুুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাবেক ছাত্রলীগের আহবায়ক ও হুইপ শাহাব উদ্দিন এমপির সহকারী একান্ত সচিব মোঃ কবিরুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক সামছুজ্জামান সুমন, ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রণি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রণি, বড়লেখা উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম প্রমুখ।

(এলএস/এএস/ডিসেম্বর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test