E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

২০১৫ ডিসেম্বর ২৬ ১৮:২৭:৪০
নওগাঁয় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

নওগাঁ প্রতিনিধি : শনিবার দুপুর সাড়ে ১২টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নওগাঁয় দেশের দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা। গত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত ইজতেমায় অন্তত ৫ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। আখেরী মোনাজাতে অংশ নিতে যাওয়া মুসল্লিদের ভিড়ে নওগাঁ শহরের রাস্তাঘাট ভয়াবহ যানজটের কবলে পড়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। মুসল্লিদের পায়ে হেঁটে অন্তত ৪/৫ কিঃ মিঃ পথ যেতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই যানজট থাকলেও দুপুরে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।

শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সকলেই ছুটে যায় ইজতেমা মাঠের দিকে। আখেরী মোনাজাতের সময় লাখো মানুষের লাব্বায়েক ধ্বনীতে মুখোরিত হয়ে ওঠে নওগাঁর দোগাছী গ্রামের বিশাল প্রান্তর। আখেরী মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইলের সুরা মাওলানা মোঃ ফারুক।

মোনাজাতে দেশ ও জাতির কল্যান এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এতে অংশ গ্রহন করেন, দেশ বিদেশের প্রায় ৫ লাখ নারী-পুরুষ ধর্মপ্রাণ মুসল্øিগণ। আখেরী মোনাজাতে নওগাঁ সদর আসনের এমপি মোঃ আব্দুল মালেক, নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম ও মুহাম্মদ রাশিদুল হক, সহকারী পুলিশ সুপারগন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেটগন উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান করেন, ইঞ্জিনিয়ার মতিন ও কাকরাইলের মাওলানা মনিব বিন ইউসুফ। মাঠের চারিপাশে যেন তিল ধারনের ঠাঁই ছিল না। আখেরী মোনাজাতের সময় নওগাঁ শহর ও আশেপাশের গ্রাম সমূহ ছাড়াও পার্শ্ববর্তী বগুড়া, নাটোর, জয়পুরহাট, রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার কয়েক লাখ ধর্মপ্রান মুসলমান অংশগ্রহন করেন।

নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে দোগাছী গ্রামের বিশাল মাঠে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয় বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) । শুক্রবার জুমার নামাজ আদায় করেন অন্তত ৪ লক্ষাধিক মুসল্লি। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আছির উদ্দীন (৮০) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। তিনি নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামের উজির মন্ডলের পুত্র। এছাড়াও গত ৩ দিনে ঠান্ডাজনিত রোগে অন্তত ২৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের নওগা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্রি চিকিৎসা কাম্পে চিকিৎসা দেয়া হয়। শনিবার আখেরী মোনাজাত শেষে ঘরমুখী মানুষের চাপে এবং যানবাহন না পেয়ে পায়ে হেটে চলতে শুরু করেন মুসল্লিরা। অন্তত ৮/১০ কিলোমিটার পথ হেঁটে গিয়ে গাড়ীতে ওঠেন তারা। মানুষের চাপ হওয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

এদিকে ইজতেমা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া দেড় শতাধিক নিজস্ব সেচ্ছসেবী নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। পুলিশের নিরাপত্তা ছিল তিন স্তরের। নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএমের সক্রিয় নেতৃত্বে ইজতেমার মাঠ ও তার চারিপাশে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়। পুলিশের সদা সতর্ক নজরদারীর কারনে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৩দিন ব্যাপী এই ইজতেমা সম্পন্ন হয়। এছাড়া ইজতেমার স্থানটি বগুড়া জেলার সীমান্ত ঘেঁষা হওয়ায় ওই জেলার পুলিশ সুপারও এবিষয়ে সহযোগিতা করছেন। সমন্বয়ের মাধ্যমেজোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল ।

নওগাঁর আরো খবর

মান্দায় আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় আবুল কালাম আজাদ হত্যাকান্ডের ঘটনায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই নাসির উদ্দিন মন্ডল বাদি হয়ে বৃহম্পতিবার রাতে বিলকরিল্যা গ্রামের আব্দুস সালামের স্ত্রী জোসনা বেগম (৪০), মেয়ে রুপা (২০) ও শ্যালক সাইফুল ইসলামের (৩৬) বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার দিন আটক জোসনা ও রুপার দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুস সালামের শাশুড়ি নুরুন্নাহারকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা এ হত্যাকান্ডের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জোসনা বেগমের মা নুরুন্নাহার ও এজাহারভূক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণের পর তাদের জেলহাজাতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলার বিলকরিল্যা গ্রামের কৃষক আবুল কালাম আজাদের লাশ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের নাজিমুদ্দীনের পুকুর থেকে উদ্ধার করা হয়।






মান্দায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’ এ সেøাগান নিয়ে শুক্রবার সকাল ১০টায় নওগাঁর মান্দায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুসুম্বা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দেলুয়াবাড়ি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেলুয়াবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন প্রধান অতিথি ছিলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আ.লীগনেতা প্রভাষক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, ব্যবসায়ি শাহজাহান আলী, শিক্ষক প্রকাশ মন্ডল, ইউপি সদস্য মমতা হেনা মুক্তি. সাবেক ইউপি সদস্য মকলেছার রহমান, থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ।






অল্পের জন্য রক্ষা পেল দুটি প্রাণ
নওগাঁয় বাইরে থেকে দরজায় শিকল দিয়ে ঘরে আগুন

নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় গভীর রাতে বাইরে থেকে দরজায় ছিটকানি দিয়ে একটি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। প্রতিবেশীরা টের পেয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করায় অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছে ওই ঘরে ঘুমিয়ে থাকা গৃহকর্ত্রী ও তার দেবরের ছেলে। অমানবিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত গভীর রাতে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, জালালপুর গ্রামের আফসার আলীর (দরজির) দোতলা মাটির বাড়ির সঙ্গে লাগানো রান্না ঘড়ে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দূর্বৃত্তরা। তবে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রন করায় প্রানে বেঁচে যায় ঘরে ঘুমিয়ে থাকা বাড়ির গৃহকর্ত্রী মিনা সুলতানা (৪৫) ও তার দেবরের ছেলে আল-আমিন (১৫)। গৃহকর্ত্রী মিনা সুলতানা জানান, গৃহকর্তা আফসার আলী শুক্রবার রাতে বাড়িতে ছিলেন না। তিনি রাতের খাবার শেষে তার দেবর আজাদ সরদারের ছেলে আল-আমিন কে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীররাতে প্রতিবেশীদের চিৎকারে ঘুম থেকে জেগে ঘরের বাইরে থেকে দরজায় ছিটকানী আটকানো থাকায় দরজা খুলতে না পেরে ঘরের মধ্যে আটকে পড়েন। আগুন কারা দিয়েছে সেটা দেখতে না পেলেও পূর্বশত্রুতার জের ধরে এই আগুন দেয়া হয়েছে বলে ধারনা করছেন প্রতিবেশীরা।




(বিএম/এস/ডিসেম্বর২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test