E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বড়লেখায় জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১২১,পিএসসিতে ৪১১ জন

২০১৫ ডিসেম্বর ৩১ ২১:২৮:১৪
বড়লেখায় জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১২১,পিএসসিতে ৪১১ জন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :বড়লেখায় এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ১২১ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ সংখ্যক ৫৬টি জিপিএ-৫ পেয়ে প্রতি বছরের মত ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় ও উপজেলার মধ্যে শ্রেষ্ট হয়েছে আর, কে লাইসিয়াম স্কুল।

দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে ২০জন, পাথারিয়া ছোটলিখা উচ্চ বিদ্যালয় হতে ৯জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ৭জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হতে ৭জন, বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৭জন, হাকালুকি উচ্চ বিদ্যালয় হতে ৫জন, ইটাউরি উচ্চ বিদ্যালয় হতে ৩জন, পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয় হতে ২জন এবং ছোটলিখা, পাকশাইল আইডিয়েল ও ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয় হতে ১জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৪১১ জন

মৌলভীবাজারের বড়লেখায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ইং এর প্রকাশিত ফলাফলে বড়লেখা উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪১১ জন শিক্ষার্থী। পাশের হার-৯৭.৩২%। ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে-৬জন। পাশের হার-৭৭.৭৯%।

এদিকে বড়লেখার ২৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করেছে ১৯৬টি। এর মধ্যে ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৭টি, ৫০টি কিন্ডার গার্টেনের মধ্যে ৪৮টি, এনজিও পরিচালিত ১৬টির মধ্যে ১৩টি, নন রেজিঃ বেসরকারি ৮টির মধ্যে ৬টি, উচ্চ বিদ্যালয় সংযুক্ত ২টির মধ্যে ২টি, ব্রাক স্কুল ৩২টির মধ্যে ৩০টি, জাতীয়করনকৃত ৫১টির মধ্যে ৩০টি বিদ্যালয় শতভাগ পাশ করেছে।

দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল প্রমুখ।


(এলএস/এসসি/ডিসেম্বর৩১,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test