E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় বই বিতরণ ও শিশু বরণ উৎসব

২০১৬ জানুয়ারি ০১ ১৫:২৬:২০
বড়লেখায় বই বিতরণ ও শিশু বরণ উৎসব

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে প্রাথমিক ও ইবতেদায়ির পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সফিক উদ্দিন, প্রধান শিক্ষক বদরুল হোসেন, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি’র সহকারি একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিটন শরীফ, নব-নির্বাচিত পৌর কাউন্সিলর তাজ উদ্দিন প্রমুখ।

এদিকে মাধ্যমিক শিক্ষাস্তরে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন ও পাথারিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

(এলএস/এএস/জানুয়ারি, ০১, ২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test