E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ডিএন কারিগরি কলেজে ছাত্রলীগের হামলা, ভাঙচুর  

২০১৬ জানুয়ারি ০৬ ১৭:৫৭:০৫
বাগেরহাটে ডিএন কারিগরি কলেজে ছাত্রলীগের হামলা, ভাঙচুর  

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজে বুধবার দুপুরে ছাত্রলীগ ক্যাডাররা কলেজের দরজা, জানালা, আসবাবপত্র ও কম্পিউটার ল্যাব ভাঙচুর করেছে। এসময়ে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে। এরপর তারা স্থানীয় বাজারের দুটি দোকান ও একটি মোটর সাইকেল ভাঙচুর করে।

ডিএন কারিগরি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার উপজেলার খেজুরবাড়িয়া এলাকায় কলেজের একাদশ শ্রেণির ছাত্র আলামিনের সাথে সাবেক ছাত্র রজিবের মারামারি হয়। এতে আলামিন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনার প্রতিবাদে আলামীনের পক্ষের লোকজন ওইদিন কলেজে মিছিল করতে গেলে আবু তৈয়ব নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র তাতে অপাগতা প্রকাশ করে। এসময় আবু তৈয়বকে তারা মারধর করে।


মিছিল করতে না পেরে ক্ষীপ্ত হয়ে পরবর্তীতে জহিরুল ইসলাম বাপ্পী, শেখর, মাসুদ ও রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী একদল বহিরাগত ক্যাডার লাঠিসোটা নিয়ে কলেজে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এসময় বন্যা নামের কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীও আহত হয়। কলেজে ভাঙচুর চালিয়ে ছাত্রলীগের ওই ক্যাডাররা স্থানীয় পহলানবাড়ি বাজারের দুটি দোকান ও স্থানীয় পারভেজ আকনের একটি মোটর সাইকেল ভাঙচুর করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকন্দ ইব্রাহীম সুমন ঘটনাটি ন্যাক্কারজনক দাবি করে জানান, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়।
শরণখোলা থানার ওসি মো. শাহ আলম মিয়া জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। মামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসএকে/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test