E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

৫’শ নারীকে সেলাই মেশিন ও ৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা সেলিম ওসমানের

২০১৬ জানুয়ারি ১০ ১১:৫৪:১৫
৫’শ নারীকে সেলাই মেশিন ও ৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের অসহায় নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে ব্যবসায়ীদের সহযোগীতা এবং ব্যক্তিগত অর্থায়নে ভিন্ন ধর্মী প্রকল্প হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

প্রথমাবস্থায় তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন ৭টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড এলাকার ৫’শ জন অসহায় নারীদের নিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে তা নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এলাকায় ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি ওই আসনের সংসদ সদস্য ছোট ভাই শামীম ওসমানের সহযোগীতা কামনা করেছেন।

এ প্রকল্পের আওতায় ৫’শ নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন এবং ব্যবসা পরিচালনার জন্য মাসিক কিস্তিতে ফেরত যোগ্য নগদ ৫ হাজার করে টাকা প্রদান করা হবে। সেলাই মেশিন ও নগদ টাকা প্রদান করার দিন হতে তৃতীয় মাস থেকে এ কিস্তি প্রদান শুরু হবে। আর বরাদ্দ পাওয়া প্রত্যেক নারীকে আইএফআইসি ব্যাংকে নিজ নামে একটি করে একাউন্ট খুলতে হবে।

শনিবার(৯ জানুয়ারী) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান।

বাংলাদেশ মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার সভানেত্রী সালমা ওসমান লিপির সভাপতিত্বে ওই মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, সংসদ সদস্য সেলিম ওসমানের সহ ধর্মিনী নাসরিন ওসমান, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউ রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা মহিলা পার্টির সভানেত্রী আঞ্জুমান আরা ভুইয়া,সাধারণ সম্পাদক আলেয়া বেগম, নারী নেত্রী আঞ্জুমান আরা আকসি, প্রফেসর শিরীন বেগম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর, জমশের আলী ঝন্টু, শওকত হাসেম শকু, কামরুন হাসান মুন্না, আফজাল হোসেন, নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, খোদেজা খানম নাসরিন, ইসরাত জাহান খান স্মৃতি, রেজওয়ানা হক সুমি, ইফাত জাহান মায়া, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, মুছাপুর ইউয়নিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী সহ ইউনিয়ন এলাকার সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যবৃন্দ।


(বিডি/এস/জানুয়ারি১০,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test