E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা বিএনপি নেতা কিজিল খান কারাগারে

২০১৬ জানুয়ারি ১০ ১৫:৩৩:৩০
মাগুরা বিএনপি নেতা কিজিল খান কারাগারে

মাগুরা প্রতিনিধি : মাগুরায় পেট্রোলবোমায় ৫ শ্রমিক নিহতের মামলায় চার্জশিটভূক্ত আসামি পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাউন্সিলর মাসুদুর রহমান খান কিজিল আদালতে আত্মসমর্পণ করেছেন।

কিজিল রবিবার দুপুরে আত্মসমর্পণ করলে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহফুজা বেগম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশে দেন।

২০১৫ সালের ২১ মার্চ রাতে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালীন মাগুরা-আড়পাড়া সড়কের মঘির ঢাল এলাকায় একটি বালির ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় ৯ শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে ৫ শ্রমিক মারা যান। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ বিএনপি, জামায়াতের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করা হয়।

তদন্ত শেষে এজাহারভূক্ত ৭ জনকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদককে অর্ন্তভূক্ত করে ২৩ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে গত ১৮ আগস্ট চার্জশিট দাখিল করে। এ মামলায় কিজিল খানসহ বর্তমানে ১২ আসামি জেলহাজতে এবং বাকি আসামিরা পলাতক রয়েছেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test