E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি

২০১৬ জানুয়ারি ১১ ১৮:৩৬:০৭
রানার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি

স্টাফ রিপোর্টার : রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সম্পদের হিসাবের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেনি মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম।

তদন্তকর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় সোমবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন আগামী ৬ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন । এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ছয়বার সময় নিল দুদক।

তবে এদিন মামলার আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত বছরের ১ এপ্রিল সোহেল রানার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। তখন তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। নোটিশ পেলেও রানা সম্পদের বিবরণী দুদকের কাছে দাখিল করেননি। এমনকি পুনঃদাখিলের জন্য সময়ের আবেদনও করেননি। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রমনা থানায় গত বছরের ২০মে সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডের নয়তলা ভবন রানা প্লাজা ধ্বসে পড়ে। ওই ভবনে তিনটি পোশাক কারখানা ছিল। এ ধ্বসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারান।

(ওএস/এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test