E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা সামসুল হক

২০১৬ জানুয়ারি ২৫ ১৭:৪০:০০
চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা সামসুল হক

নওগাঁ প্রতিনিধি : শেষ শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে রবিবার বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজার পর নওগাঁর বোয়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা আলহাজ্জ আব্দুস সাত্তার মন্ডল ও মাতা সালেহা বেগমের কবরের পাশে চিরনিদ্রায়  শায়িত হলেন, বীরমুক্তিযোদ্ধা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক, নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি শাহীন মনোয়ারা হকের স্বামী আলহাজ্ব সামসুল হক।

রবিবার বাদ আছর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় নওগাঁ নওজোয়ান মাঠে। জানাজায় ইমামতি করেন, প্রয়াত সামসুল হকের প্রথম পুত্র মোঃ মনোয়ারুল হক সাব্বির। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী প্রমুখ।

এছাড়াও জানাজায় অংশ নেন, এফবিসিসিআই এর পরিচালক ও বগুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি‘র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন এমপি, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, জেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি, সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, জেলা আওয়ামীলীগ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।

এর আগে সকালে সড়ক পথে শহরের বোয়ালিয়া গ্রামে আলহাজ্ব সামসুল হকের লাশ এসে পৌছলে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় জমান। আত্মীয় স্বজনরা, সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরে দীর্ঘদিনের এই রাজনীতিকের মরদেহ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে নেয়া হলে রাজনীতির সমকর্মীরা তাকে এক নজর দেখার জন্য ভিড় জমান। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। তার মরদেহে আ‘লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পার- নওগাঁস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘হোটেল যমুনা’র নীচে নেয়া হলে তাকে দেখার জন্য ভিড় করতে থাকেন হাজার হাজার বিভিন্ন ধর্মাবলম্বী নারীপুরুষ।

শুক্রবার সকালে নওগাঁ শহরের পার নওগাঁস্থ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শহরের এ্যাপোলো ক্লিনিকে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ল্যাব এইড হাসপাতালে রাত ৯টায় ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।

(বিএম/এস/জানুয়ারি২৫,২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test