E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ২৫ ডাকাত আটক

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ২০:৫৪:৫৪
ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ২৫ ডাকাত আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা ও পুলিশের হাতে দেশিয় অস্ত্রসহ ২৫ ডাকাত আটক হয়েছে। এ সময় পুলিশ বাসের মধ্যে থাকা ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন বাসের ভুয়া গাড়ির ১৫/২০টি নম্বর প্লেট, বাদ্যযন্ত্র, দেশিয় অস্ত্র, মুঠোফোন, ভুয়া কাগজপত্র উদ্ধার করেছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের যাত্রীদের চলাফেরা, আচার আচরণে সন্দেহ হলে স্থানীয় জনগণ ও শ্রমিকরা বাসসহ যাত্রীদের আটক করে পুলিশে খবর দেয়। বাসটির নম্বর ঢাকা-মেট্টো-ক ১৪৮১০৫। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসসহ ওই ২৫ জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদে ডাকাতি করার কথা পুলিশের কাছে স্বীকার করে।

আটককৃত ডাকাতরা হলো- টাঙ্গাইলের ভুয়াপুরের বাদশা শেখের ছেলে শাহ আলম (২৮), ভুয়াপুরের হানিফ খার ছেলে রঞ্জু খা (২৫), ভুয়াপুরের খোকা শেখের ছেলে নাছির আলী (৩৫), সাভারের আশুলিয়ার আব্দুল হকের ছেলে আলামিন (২৭), বরিশালে পাতার হাটথানা শাহজাহান আলী মোল্লার ছেলে আমিন মোল্লা(২৫), রংপুরের সদর থানার আলতাফ হোসেনের ছেলে লিটন (২২), বাগের হাটের মংলার শাহ আলমের ছেলে আলামিন (২৮), ঝিনাইদহের কালিগঞ্জের মোবারক মন্ডলের ছেলে সবুজ (২৪), পাবনার আটঘরিয়ার মৃত মজিবর রহমানের ছেলে ফজলুর রহমান (২৩) মানিকগঞ্জের সাটুরিয়া থানার আবুল কালামের ছেলে মহর আলী (২৬) ও একই থানার কাদের আলী ছেলে স্বপন আলী (৩০), কুমিল্লার সদর থানার মৃত শফিক মিয়ার ছেলে সাগর (৩২), পিরোজপুরের স্বরুপকাঠির আব্দুর রশিদের ছেলে কামরুল হাসান (২৩), ঝিনাইদহের কোটচাঁদপুরের মৃত শহিদুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (২৪), ঢাকার কেরানিগঞ্জের মিন্টু মিয়ার ছেলে শামীম হোসেন (২৭), ঢাকার ধামরাই হাট থানার কাদের হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮), একই থানার কাবিল উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৯), হযরত আলী ছেলে আলামিন (২৫), বাছের ব্যাপারীর ছেলে ওয়াসিম বেপারী (২৪), নরাইলের আব্দুল খালেক শেখের ছেলে ইকতিয়ার রহমান (৩২), আশুলিয়া থানার গোলাম রসুলের ছেলে সাজু মিয়া (২৩), নোয়াখালীর হাতিয়া থানার মাইন উদ্দিনের ছেলে বাবলু (২৮), আশুলিয়া থানার সবুজ মিয়া ছেলে আমজাদ হোসেন (২৭), বরিশালের গৌরনদী থানার নুর মোহাম্মদ গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দুলাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২২)।

এদেরকে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েকদিন ধরে বাসে যাত্রী তুলে যাত্রীদের নিকট থেকে টাকা পয়সা ডাকাতি করে আসছিলো এমন সংবাদ পাওয়া যায়। এই বাসটি যখন বাস ষ্ট্যান্ডে আসে তখন ওই যাত্রীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গাড়ীটির চালক মিলন পুলিশের কাছে স্বীকার করে বলেছে, এরা সবাই একটি করে ছিট খালি রেখে বাসে বসে থাকে। যাত্রী উঠার পর তারা চলন্ত অবস্থায় ডাকাতি করতে থাকে। এসময় যাত্রীরা যাতে চিৎকার বাইরে না যায় সে জন্য তারা ঢোল বাজাতে শুরু করে। এ ভাবে অভিনব পন্থায় তারা অনেক দিন ধরে এই রুটে গাড়ীটির একাধিক নাম দিয়ে বিভিন্ন রুটে এ ডাকাতদল ডাকাতি করে আসছে। বাস থেকে রাজধানী পরিবহন, রজনী গন্ধা পরিবহন, রাজদূত, এসবি পরিবহন, মিম ঐশী পরিবহন, এসবি পরিবহন, শাহ পরান পরিবহনসহ বেশ কয়েকটি আন্তঃজেলা কোচের নাম ফলক ঢোল ও প্রচুর পরিমাণ দড়ি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে।

(এসএস/পি/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test