E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ১৮:৫০:৫৮
চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সরকারিভাবে চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবারের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সোমবার মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদ্য বিভাগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের এই কমিটি গঠন করে দেন।

ইউএনও একেএম তাজকির উজ-জামান জানান, পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে চাল সংগ্রহে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মফিদুল হকের নেতৃত্বে তিন সদস্যের এই কমিটিতে সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিমুল বারী ও উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ রয়েছেন। এই কমিটিকে অতি শিঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার ‘চাল সংগ্রহে ব্যাপক দুর্ণীতি, নওগাঁয় বন্ধ চালকলের নামে বরাদ্দ’ শিরোনামে জনকন্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, উপজেলার এলএসডি খাদ্য গুদামগুলোতে সরকরিভাবে আমন চাল সংগ্রহে দুর্নীতির আশ্রয় নিয়ে বন্ধ চাল কলগুলোকে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া উপজেলার সাধারণ মিল মালিকরা গুদামে চাল দিতে গিয়ে এলএসডি খাদ্য গুদামে ওসি-এলএসডিদের বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ করেছেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test