E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহস্পতিবার থেকে শরীয়তপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু 

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৬:৪৪:৪২
বৃহস্পতিবার থেকে শরীয়তপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু 

শরীয়তপুর প্রতিনিধি : বিশ্ব ইজতেমার অংশ হিসাবে এই প্রথম বারের মত ঢাকার কেরানীগঞ্জ ও শরীয়তপুর জেলার জন্য শরীয়পুরের কীর্তিনাশা নদীর তীরে প্রায় ২০ একর  জমির উপর ৩ দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হবে বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি।

ইজতেমা উপলক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতেমার মূল কাজ। মঙ্গলবার সকাল থেকেই ইজতেমা ময়দানে দলে দলে আসতে শুরু করেছে মুসল্লিরা। তারা নিজ নিজ মাসজিদ ওয়ার পয়েন্টে অবস্থান নিচ্ছেন। ইজতেমা উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

ঢাকার কেরানীগঞ্জ ও শরীয়তপুর জেলার তাবলীগ জামাতের লোকজনের বাইরেও বিভিন্ন জেলা থেকে মুসল্লীদের আগমন লক্ষ্য করা গেছে। এমনকি দেশের বাইরেরও কয়েকটি জামাত এখানে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।

ইজতেমা কর্তৃপক্ষের সাথে কথা বলে ও সরেজমিন পরিদর্শনে জানাগেছে, টঙ্গীর বিশ্ব ইজতেমার মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী শরীয়তপুর মার্কাস মসজিদের মুসল্লিদের উদ্যোগে শরীয়তপুর জেলায় এই প্রথম বারের মত আঞ্চলিক বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর পূর্ব পাড়ে প্রায় ২০ একর জমির উপর আঞ্চলিক বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়েছে। এই ইজতেমা ময়দানে অন্তত দেড় লক্ষাধিক মুসল্লির এক সাথে বসার জন্য তাবুর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে শরীয়তপুরে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবার তারিখ ও স্থান নির্ধারনের পর থেকে গত ১ মাস যাবত স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে শত শত মুসল্লিরা এ ইজতেমা সফল করার জন্য কাজ করে চলেছেন।

ইজতেমা মঞ্চের পশ্চিম পার্শ্বে কীর্তিনাশা নদীতে মুসল্লিদের জন্য বাঁশের মাচা তৈরী করে অজু ও গোসল করার ব্যবস্থা করা হয়েছে। মাঠের পূর্ব, দক্ষিন ও পশ্চিম পার্শ্বে ৩ শতাধিক অস্থায়ী টয়লেট ও ৫ শতাধিক প্রস্াবখানা স্থাপন করা হয়েছে। পানীয় জলের জন্য ২০টি টিউবওয়েল স্থাপন করা হযেছে। শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় মেডিক্যাল ক্যাম্প স্তাপন করা হয়েছে। শরীয়তপুর পৌরসভার পক্ষ থেকে পর্যাপ্ত আলোর জন্য কয়েক কিলোমিটার এলাকা জুরে সড়ক বাতি লাগানো হয়েছে। ১৩ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২ টায় আখেরী মুনাজাতের মাধ্যমে শরীয়তপুরের আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হবে।

শরীয়তপুর আঞ্চলিক ইস্তেমার প্রধান সমন্বয়কারী মাওলানা নুরুজ্জামান বলেন, আল্লাহর অশেষ কৃপায় ও রহমতে শরীয়তপুরের আঞ্চলিক ইজতেমার কাজ শেষ হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিø ও ওলামায়ে কেরামগন এতে অংশ নেবে। ইতোমধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছে। আগত মুল্লিদের খেদমতের জন্য আমাদের পক্ষ থেকে ৫শত জন মুসল্লি নিয়োগ করা হয়েছে। আশা করি আল্লাহর রহমতে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই এ কাজে সহায়তা করবেন।

শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ইজতেমা অংশগ্রহনকারী মুসল্লিদের জন্য ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ১৪০ জন পোষাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি তাবলীগ জামায়াতের ৫শ মুসল্লি নিরা পত্তার কাজে প্রশাসনকে সহায়তা করতে ও মুসল্লিদের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন। এ ছাড়াও ইজতেমা শুরুর পূর্ব থেকেই র‌্যাব সদস্যরা পুরো ইজতেমা ময়দানে নজরদারী শুরু করেছেন। সাদা পোষাকধারী আইন শৃংখলা বাহিনীর কর্মীরা সেখানে যাবতীয় নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দর ভাবে ইজতেমা শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা দেয়া হবে। আশা করছি শরীয়তপুরের আঞ্চলিক ইজতেমা সফল ভাবে শেষ হবে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, শরীয়তপুরের ৩দিন ব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা সফল করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা দেয়া হচ্ছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের লোকজনসহ আমরা ইজতেমা ময়দান পরিদর্শন করেছি।

(কেএনআই/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test