E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা থেকে অপহৃত মেডিকেল অফিসার জয়পুরহাটে উদ্ধার

২০১৬ ফেব্রুয়ারি ২১ ১২:৫৩:২৩
গাইবান্ধা থেকে অপহৃত মেডিকেল অফিসার জয়পুরহাটে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অপহৃত ঢাকার উত্তরা মুনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রিফাত জাহান বাপ্পিকে (৩৫) জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ঘটনাস্থলকে ছয় জনকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলা শহরের গারউল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মঞ্জুরুল আলম রাজু (৪৫), চক রহিমাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২১), বহিরি হিশিমপুর গ্রামের মৃত বাবু মিয়ার দুই ছেলে গোলাম মোস্তফা (২৫) ও গোলাম মওলা (৩৫)।

তবে তাৎক্ষণিক ভাবে বাকি আটদের নাম পরিচয় জানতে পাওয়া যায়নি। এর মধ্যে, মঞ্জুরুল আলম রাজু সোনালী ব্যাংক লিমিটেড, রাজাবিরাটহাট শাখার একজন কর্মকর্তা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক উত্তরাধিকার ৭১ কে বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. রিফাত অপহরণ হওয়ার ঘটনার পর থেকে শনিবার সকাল পর্যন্ত তার চাচাত ভাই মঞ্জুরুল আলম রাজুসহ চার জনকে আটক করা হয়।

পরে আটকদের স্বীকারোক্তী অনুযায়ী অভিযান চালিয়ে তাকে জয়পুরহাট জেলার কালাই উপজেলা শহরের গারউল এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আরও ছয় জনকে আটক করা হয়।

ওসি আরো জানান, অপহৃত ডা. রিফাত জাহান বাপ্পি সুস্থ্য রয়েছেন। তাকে গোন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে, গোবিন্দগঞ্জ উপজেলার অন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে ছোট বোন রোমানাকে নিয়ে সিএনজি করে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে আসার পথে ববনপুর নামক এলাকায় শুক্রবার বিকেলে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে অপহরণ করে নিয়ে যান দুর্বৃত্তরা।

অপহৃত রিফাত জাহান বাপ্পি গোবিন্দগঞ্জ উপজেলার অন্তপুর গ্রামের একেএম কামরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার উত্তরা মুনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।




(আরএ/এস/ফেব্রুয়ারি২১,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test