E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে শহীদ মিনারে ফুল দিতে বাঁধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

২০১৬ ফেব্রুয়ারি ২২ ১৭:২৮:৪২
কালকিনিতে শহীদ মিনারে ফুল দিতে বাঁধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পাঅর্ঘ্য প্রদানে বাঁধা দেয়া ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। সোমবার সকালে কালকিনির গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন, ২১ ফেব্রুয়ারির রাতে কালকিনি উপজেলার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য প্রদান করতে গেলে নব নির্বাচিত পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার তার বাহিনী নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে থাকা দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ফুলের ডালা ভাংচুর করে। পরে তাদের মারধর করলে দলের ১০জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ বহাল থাকলেও এক শ্রেণী তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অগণতান্ত্রিক উপায়ে বহিস্কারের দাবি করেছেন। তবে কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে এ পর্যন্ত কোন বহিস্কারাদেশ পায়নি।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test