E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত ২০

২০১৬ ফেব্রুয়ারি ২৬ ১৫:৩১:৪৭
গৌরীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত ২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১নং আপ ট্রেনটি শুক্রবার গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের প্রবেশ মুখে ক্রসিংপয়েন্টে ক্রসিং বিভ্রাটের কারণে দুর্ঘটনায় পতিত হয়।

এ সময় ট্রেনের ছাদ থেকে পড়ে ও লাফ দিয়ে নামতে গিয়ে কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়। গুরুত্বর আহত ২জনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর ৭জনকে ময়মনসিংহে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে জারিয়া-ঝাঞ্জাইল, চট্টগ্রাম, মোহনগঞ্জ তিনটি রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ক্রসিং পয়েন্টে ট্রেনের ইঞ্জিনটি ১নং লাইনে ঢুকার পর কন্ট্রেল রুম থেকে ক্রসিং পয়েন্ট বদল করে থেকে ২নং লাইনে দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন ১নং লাইনে ও বগি ২নং লাইনে প্রবেশ করায় দু’টি রেলপথের ক্রসিং পয়েন্ট ও আউটার সিগন্যালের খুঁটিও ভেঙ্গে যায়। ট্রেনের পরিচালক এজে খান জানান, ইঞ্জিন ও ৪টি বগিতে প্রায় চারশত যাত্রী নিয়ে ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে। গৌরীপুর জংশনের ক্রসিং পয়েন্টে ২৮০৯নং ইঞ্জিন ও ১৮২৭নং বগি দূর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায়। রির্পোট পাঠানো পর্যন্ত উদ্ধারকারী ট্রেন আসেনি।

(এসআইএম/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test