E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জীবিত ইউপি সদস্য ভোটার তালিকায় মৃত!

২০১৬ মার্চ ০৪ ১৭:৩০:৪৯
জীবিত ইউপি সদস্য ভোটার তালিকায় মৃত!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের একজন ইউপি মেম্বারের নাম নির্বাচন কমিশনের ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে! মনোনয়নপত্র দাখিল করতে এসে মেম্বার প্রার্থী মো. হায়দার উদ্দিন চৌধুরী বিপাকে পড়েন। তাঁর প্রার্থীতা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

বিষয়টি এলাকায় বেশ কৌতুহলের সৃষ্টি করেছে। বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্র জানায়, শনি ও রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এর মধ্যেই ভোটার তালিকায় সংশোধন না হলে, আপিল করতে হবে।

উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামে মৃত জমির উদ্দিন চৌধুরী ও লাখজানের পুত্র মো. হায়দার উদ্দিনের আইডি নং ১৯৭০৬১১২৩২২৭৯৬৬৩২। তার ভোটার নং ছিল ৬১১৭২৬৭৯৬৬৩২। বুধবার মনোনয়নপত্র জমা দিতে এসে দেখেন সংশোধিত ভোটার তালিকায় তার নাম নেই। দ্রুত ছুটে যান উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে, নির্বাচন কমিশনের ওয়েব সাইটে নির্ধারিত আইডি নম্বরে সার্চ দিয়ে দেখা যায়, সেখানে মৃত লেখা! ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা একেএম মোছা জানান, কিভাবে নাম কর্তন হয়েছে তা এই মুর্হুতে বলা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে নাম কর্তনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ইউপি মেম্বার মো. হায়দার উদ্দিন চৌধুরী। ঘটনায় বিস্ময় প্রকাশ করে ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ জানান, আমার পরিষদের জীবিত মেম্বার, ভোটার তালিকায় মৃত শুনে অবাক হলাম!

(এসআইএম/এএস/০৪ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test