E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

২০১৬ মার্চ ২৫ ২০:৪৩:৫৮
চট্টগ্রামে ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম : চট্টগ্রাম পলিটেকনিক কলেজের সাবেক জিএস ও বর্তমান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলামের বিরুদ্ধে নগরীর এক মহিলাকে ধর্ষণ, তাঁকে জোরপূর্বক গর্ভপাত করানো এবং যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

আশরাফুল ইসলাম চট্টগ্রাম জেলার সদরঘাট থানার নুর আলমের ছেলে এবং নাসিমা বেগম(৩০) একই জেলার পাঁচলাইশ থানার পূর্ব নাছিরাবাদের মোহাম্মদ তাজুল ইসলামের মেয়ে।

ধর্ষণের শিকার নাসিমা বেগম গত ২১ মার্চ, ২০১৬ তারিখে চট্টগ্রাম কোর্টে একটি মামলা দায়ের করেছেন।আশরাফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা পূর্বক ধর্ষণ, গর্ভ নষ্ট ও যৌন নিপীড়নের অপরাধ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)/১০(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির আইনের ৩১২/৩১৩/৩১৪ ধারায় মামলাটি করেন তিনি।

ধর্ষণের শিকার নাসিমা বেগম উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আশরাফুল আমাকে শুধু নিয়মিত ধর্ষণই করেন নাই, তিনি জোর পূর্বক আমার গর্ভ নষ্ট ও নানা সময়ে তার বন্ধুদের সাথেও জোর পূর্বক সহবাস করতে বাধ্য করত।

নাসিমা আরও জানান, তিনি আর আশরাফুল ইসলাম তার বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেছেন এবং তিনি নানা সময়ে আশরাফুলকে টাকা পয়সাও দিতেন। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে আমাকে স্ত্রী রুপে গ্রহন করবে বলে কথা দিয়ে আশরাফুল আমার সাথে এখন প্রতারণা করছেন। গর্ভপাত ঘটানোর পূর্ব পর্যন্ত আশরাফুল ভালো ব্যাবহার করলেও এখন তার লোকজন দিয়ে নানা হুমকি ধামকি দিয়ে আসছেন আমাকে।

ছাত্রনেতা আশরাফুল ইসলামকে উত্তরাধিকার ৭১ নিউজ অফিস থেকে ফোন করে এই বিষয়ে জানতে চাইলে তিনি সব অস্বীকার করে বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা। মামলা কবে হয়েছে কে বা কারা করেছে তা আমি জানিনা।

(আরআইআর/অ/মার্চ ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test