E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ছড়িয়ে পড়ছে নির্বাচনি সহিংসতা

২০১৬ মার্চ ২৮ ১৭:৩১:৫১
মাদারীপুরে ছড়িয়ে পড়ছে নির্বাচনি সহিংসতা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলায় ১৫ টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা ছড়িয়ে পড়ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী, পুলিশ, আহত ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন দেশিয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ৮ কর্মী আহত হয়েছে। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মিঠু হাওলাদারের অবস্থা গুরুতর।

একই রাতে ছিলারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তৌফিক আকনের লোকজনের উপর বিদ্রোহী প্রার্থী বাবুল সরদারের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে তৌফিক আকনের দুটি নির্বাচনী ক্যাম্প ও নৌকা প্রতিক ভাংচুর করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

একই রাতে খোয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আফজাল হোসেনের উপর আওয়ামীলীগ প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই ইউনিয়নে বিএনপি প্রার্থী রোমান সরদারকে ভোট থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও মস্তফাপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী কুদ্দুস মল্লিক ও বিদ্রোহী প্রার্থী সোহরাব খানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মাদারীপুরের এএসপি সার্কেল মনিরুজ্জামান ফকির বলেন, ‘বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে ছিলারচরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

(এএসএ/এএস/মার্চ ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test