E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে যুবক খুন

২০১৬ মার্চ ২৯ ১৮:২৬:৫১
মাদারীপুরে যুবক খুন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে এমরান মাতুব্বর (২৫) নামের এক যুবক দায়ের কোপে গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে মঙ্গলবার সকালে মারা গেছে।

এই ঘটনায় সকালে নিহতের মা মাকসুদা বেগম ও বাবা ইদ্রিস মাতুব্বরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মাদারীপুর সদর থানায় নিয়ে আসে। অপরদিকে এই ঘটনায় নিহতের ছোট ভাই এনামুল মাতুব্বর পলাতক রয়েছে।

পারিবারিক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বড় মেহের গ্রামে এমরান মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের অত্যাচার করত।

এই ঘটনার জের ধরে সোমবার রাতে এমরান মাতুব্বর পরিবারের সদস্যদের দা দিয়ে এলোপাথারি কোপাতে আসে। এসময় তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে বড় ভাই এমরান মাতুব্বরের মাথায় দায়ের কোপ লাগে।

এসময় তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে দ্রুত ঢাকা নেয়ার পথে এমরান মাতুব্বর মারা যায়।

অপরদিকে ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই এনামুল মাতুব্বর পলাতক রয়েছে।

তবে নিহত মা মাকসুদা বেগম জানান, ‘আমার সন্তানকে আমি নিজ হাতে খুন করেছি। ও একটা অমানুষ।’ মাদারীপুর সদর থানার এসআই শ্যামল জানান, এই ঘটনায় নিহতের মা ও বাবাকে জিজ্ঞসাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের ছোট ভাই খুন করতে পারে। তবে আমরা জানতে পেরেছি নিহত এমরান মাতুব্বর ওর মার সাথে নেশাগ্রস্ত অবস্থায় খারাপ ব্যবহার করতো।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, “এ ঘটনায় হত্যার কাজে ব্যবহৃত ধারালো ‘দা’ জব্দ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test