E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহষ্পতিবার মাদারীপুরের ১৫টি ইউনিয়নে নির্বাচন

২০১৬ মার্চ ৩০ ১৬:৫০:০৯
বৃহষ্পতিবার মাদারীপুরের ১৫টি ইউনিয়নে নির্বাচন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদরের ১৫টি ইউনিয়নে কাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার সকাল থেকে উপজেলা নির্বাচনী অফিস ১৩৮ টি কেন্দ্রে ব্যালট পেপার, সিল, স্টিকার, বাক্স, কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছাতে সকল ব্যবস্থা শেষ করেছে।

এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১৫টি কেন্দ্রে ৫শ’ পুলিশ, ১২০ জন বিজিবি, ৯০ জন র‌্যাব, ১ হাজার আনসারসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে ভ্রাম্যমান আদালতসহ ১টি করে স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে।

মাদারীপুর সদরের ১৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বাকি ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী রয়েছেন। আর মেম্বার পদে ৪৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৩৮ টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭ হাজার ৯৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

(এএসএ/এএস/মার্চ ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test