E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ আহত ১৫

২০১৬ এপ্রিল ০১ ১৬:০৫:৪৬
মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি :নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে শুক্রবার সকালে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত, হাসপাতাল, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী অমিত হাসান কবিরের কাছে ওই দুইজনই পরাজিত হয়। এ নিয়ে নির্বাচনের পর বৃহস্পতিবার রাত থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

এ নিয়ে শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলীর সমর্থকরা আওয়ামীলীগের প্রার্থী সানোয়ার হোসেনের সমর্থক বেলায়েত হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংর্ঘষের এক পর্যায় দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

এতে রফিক হাওলাদার (২৬), কালাম (৩৫), হাসান (৩০), আলহাজ (২৬), রুবেল (২৩), নাইম (২৭), সালাম (৩৫) গুলিবিদ্ধ হয়। এতে সংঘর্ষে উভয় গ্রুপের আরো ৮ জন।
খরব পেয়ে বিজিবি, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুলিবিদ্ধ রফিক, কালাম ও হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। পরে বিস্তারিত জানানো যাবে।”



(এএসএ/এস/এপ্রিল০১,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test